বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি (Central Government Employees) কর্মীদের জন্য এক বড় সুখবর। শীঘ্রই তাদের দিয়ে বৃদ্ধি করার বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, হোলির আগেই সরকারের তরফে এই বাম্পার খবরের কথা জানানো হবে। আগামী ১ মার্চ অনুষ্ঠিত হতে চলা মন্ত্রিসভার বৈঠকে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির বিষয়ে অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সেই অনুসারে কর্মীরা বেতনের বকেয়া সহ মহার্ঘ ভাতা পাবেন বলেই সূত্রের খবর।
সব মিলিয়ে এবার মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ার বিষয়টি ডিসেম্বর পর্যন্ত AICPI সূচকের পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এদিকে, ৪% করে ডিএ বাড়ার সঙ্গে সঙ্গেই মাস গেলে কর্মীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। এখন যেখানে মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ, মনে করা হচ্ছে সেটাই বেড়ে দাঁড়াবে ৪২ শতাংশে। নতুন ডিএ জানুয়ারিতে মহার্ঘ ভাতা বৃদ্ধির ভিত্তিতে গণনা করা হবে। তবে মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা যথেষ্ট সুযোগ-সুবিধা পাবেন।
জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, AICPI সূচকের সর্বোচ্চ পরিসংখ্যান ছিল ১৩২.৫ পয়েন্টে। যার ভিত্তিতে ডিএ ৪ শতাংশ বাড়ানোর কথা বলা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে ৩৮ শতাংশ হারে। এর মধ্যে ৪ শতাংশ বেড়ে ৪২ শতাংশে দাঁড়ালে যাদের মূল বেতন ১৮,০০০ টাকা তাদের বার্ষিক মহার্ঘ ভাতার অঙ্ক বেড়ে গিয়ে ৯০,৭২০ টাকা ছুঁয়ে ফেলবে।
হিসেব করলে দেখা যাবে, এখনকার মহার্ঘ ভাতার সঙ্গে পার্থক্য হবে অনেকখানিই। বেতন প্রতি মাসে ৭২০ টাকা এবং বার্ষিক ৮৬৪০ টাকা বৃদ্ধি পাবে। এখনও পর্যন্ত মহার্ঘ্য ভাতা ৩৮ শতাংশ অর্থাৎ প্রতি মাসে ৬,৮৪০ টাকা। অর্থাৎ প্রতি মাসে মধার্ঘ্য ভাতা বাড়বে ৭,৫৬০-৬,৮৪০=৭২০ টাকা অর্থাৎ মহার্ঘ্য ভাতার বার্ষিক বৃদ্ধি হবে ৭২০x১২=৮,৬৪০ টাকা।
যদি কর্মচারীর বার্ষিক বেতন ৫৬,৯০০ টাকা হয়। এখনও পর্যন্ত মহার্ঘ্য ভাতা ৩৮ শতাংশ অর্থাৎ প্রতি মাসে ২১,৬২২ টাকা। নতুন মহার্ঘ্য ভাতা ৪২ শতাংশ অর্থাৎ প্রতি মাসে ২৩,৮৯৮ টাকা। পাশাপাশি বার্ষিক হবে ২,৮৬,৭৭৬ টাকা। অর্থাৎ প্রতি মাসে মধার্ঘ্য ভাতা বাড়বে ২৩,৮৯৮-২১,৬২২=২২৭৬ টাকা। অর্থাৎ মহার্ঘ্য ভাতার বার্ষিক বৃদ্ধি হবে ২২৭৬x১২=২৭,৩১২ টাকা।