ফের সুখবর সরকারি কর্মচারীদের জন্য! সামনে এল DA নিয়ে বড় তথ্য, জেনে নিন কত টাকা বাড়বে বেতন

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করা হতে পারে। ইতিমধ্যেই একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে ঠিক এইরকম তথ্যই উপস্থাপিত করা হচ্ছে। পাশাপাশি, দাবি করা হচ্ছে যে, মুদ্রাস্ফীতির হার অনুসারেই এই DA বৃদ্ধি হতে পারে। যদিও, এই বৃদ্ধির ঘোষণা নির্দিষ্টভাবে কবে নাগাদ হতে পারে সেই প্রসঙ্গে এখনও কোনো সংবাদ সামনে আসেনি।

এদিকে, এই আবহে কার্যত বর্ধিত DA-র জন্য অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, এর ফলে প্রত্যক্ষভাবে দেশের প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬০ লক্ষ পেনশনভোগীরা সুবিধা পাবেন। জানা গিয়েছে, দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে সরকার দ্রুত কর্মীদের DA বাড়ানোর পথে হাঁটতে পারে। এদিকে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, আপাতত সরকারি কর্মীদের ৪ থেকে ৫ শতাংশ হারে DA বৃদ্ধি হওয়া উচিত।

পাশাপাশি, ওই সূচকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে এই সূচক উর্ধ্বমুখী থাকলেও ফেব্রুয়ারিতে তা সামান্য কমে যায়। এদিকে, মার্চ ও এপ্রিলে তা ফের বৃদ্ধি পায়। এমতাবস্থায়, মে মাসেও সূচক ক্রমবর্ধমান থাকলে DA বৃদ্ধি কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। পাশাপাশি, নতুন হারে DA বৃদ্ধির ফলে তা ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ বা ৩৯ শতাংশ করা হতে পারে।

MONEY NEWS

কত বৃদ্ধি পাবে বেতন: এমতাবস্থায়, সপ্তম বেতন কমিশন অনুযায়ী, আপাতত কোনো কর্মচারীর মূল বেতন যদি সর্বোচ্চ ৫৬ হাজার ৯০০ টাকা হয়ে থাকে, সেক্ষেত্রে ৩৪ শতাংশ হারে প্রতি মাসে ১৯ হাজার ৩৪৬ টাকা পাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে, মহার্ঘ ভাতা বাড়িয়ে ৩৯ শতাংশ করা হলে DA-র পরিমান বেড়ে ২২ হাজারেরও বেশি হতে পারে। উল্লেখ্য যে, মে এবং জুন মাসের অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স যদি ১২৬-এর বেশি থাকে সেক্ষেত্রে অন্তত ৪ শতাংশ DA বৃদ্ধি হওয়া উচিত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর