বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ২০২৩ সালের চারটি মাস অতিক্রান্ত হতে চলেছে। পাশাপাশি, এরই মধ্যে আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একবার DA (Dearness Allowance) বৃদ্ধিও ঘটেছে। এদিকে, গত মার্চ মাসে রাজ্য সরকারি কর্মীদেরও DA বেড়েছে। তবে, এবার DA সংক্রান্ত আরও একটি বড় তথ্য সামনে আসছে। জানা গিয়েছে, এবার ফের একবার সরকারি কর্মীদের DA বাড়তে চলেছে।
এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, এবার কত শতাংশ DA বাড়বে? সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের তথ্যে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সরকারের তরফে গত মাসেই কেন্দ্রীয় কর্মচারীদের জন্য DA এবং অবসরপ্রাপ্তদের জন্য DR (Dearness Relief) বাড়ানো হয়েছিল। যার ওপর ভর করে আপাতত সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে DA পাচ্ছেন।
এদিকে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী জুলাই মাস থেকে ফের এক দফা DA বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে, সেই DA আবার নির্ভর করবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর। এমন পরিস্থিতিতে, শ্রম মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ০.১ পয়েন্ট কমেছিল। এর আগে জানুয়ারিতে এই ইন্ডেক্স ছিল ১৩২.৮ পয়েন্ট। যেটি ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে ১৩২.৭ পয়েন্টে।
উল্লেখ্য যে, চলতি বছরের দ্বিতীয়ার্ধের জন্য DA বৃদ্ধির ঘোষণা অনেকটা আগেভাগেই করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরে দ্বিতীয়ার্ধের DA বৃদ্ধির অনুমোদন দিয়ে থাকে সরকার। তবে লাইভ হিন্দুস্তানের এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী আগস্ট মাসের মধ্যেই DA বৃদ্ধির অনুমোদন দেওয়া হতে পারে।
এদিকে, আগামী ২৮ এপ্রিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক মার্চ মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সংক্রান্ত তথ্য প্রকাশ করবে। তখনই সামগ্রিকভাবে বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে যে জুলাই মাসে সরকারি কর্মীদের DA ঠিক কত শতাংশ বাড়তে পারে। তবে, ফেব্রুয়ারির অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, জুলাই মাসে সরকারি কর্মীদের ৩ শতাংশ হারে DA বৃদ্ধি পেতে পারে। এদিকে, মার্চ এপ্রিল, মে এবং জুন মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যদি দ্রুত হারে বেড়ে যায় সেক্ষেত্রে আবার হিসেব বদলে যেতে পারে।