বাংলা হান্ট ডেস্কঃ গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস অনুষ্ঠানের সূচনার অনুষ্ঠানে এসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারেও তেমন কিছু চমক থাকবে বলে আশা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে এ বছর ডিএ (DA) নিয়ে কোনো ভালো খবর আসেনি। এরই মধ্যে এবার বড় মন্তব্য করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
‘২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ডিএ পাওয়ার আরও সম্ভাবনা নেই’, এমন কথাই শোনা গেল মলয়বাবুর মুখে। যদিও অনেকে এখনও আশা করে রয়েছেন। একাংশের মতে অ্যালেন পার্ক থেকে মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধির ঘোষণা না করলেও ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার বিষয়ে কিছু ঘোষণা হতেও পারে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছিল রাজ্য সরকারি কর্মীদের। চলতি বছর দু’বার ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। আগে ৬ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। ডিসেম্বরের ঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের কর্মীদের। এপ্রিলে ফের আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা।
এখনও রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে সরকার তরফে কিছু না জানানো হলেও অনেকেই আশা করছিলেন ক্রিসমাস উৎসবের সূচনা অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এবারও ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারেন। তবে তা হয়নি। এদিকে দফায় দফায় ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। বর্তমানে কেন্দ্রের কর্মীরা ৫৩ শতাংশ হাতে ডিএ পাচ্ছে। রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে হয়েছে ৩৯ শতাংশ। যার জেরে ক্ষোভ বেড়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের।
আরও পড়ুন: চড়বে পারদ, আজ বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায়, কবে কমবে? আবহাওয়ার খবর
দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। তবে বারংবার ডিএ মামলায় শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে। যা নিয়েও আশাহত সরকারি কর্মীরা। আগামী বছর জানুয়ারি মাসে ফের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আপাতত সেই দিকে তাকিয়ে সকলে।