করোনা আবহে হাসি ফুটল সরকারি কর্মচারীদের মুখে, DA বৃদ্ধি পেল দ্বিগুণ পরিমাণ

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে সংকটের মধ্যেও সরকারি কর্মচারীদের সুখবর। মহার্ঘ ভাতার (DA) পরিমাণ বাড়ল সরকারি কর্মচারীদের। এর ফলে উপকৃত হবেন প্রায় দেড় কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী। শুক্রবার এমনই এক ঘোষণা করল কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক (Labour and Employment Ministry)।

করোনা আবহে জর্জরিত গোটা দেশ। একদিকে যেমন চিকিৎসা ব্যবস্থার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে, তেমনই অন্যদিকে দেশের অর্থনৈতিক অবস্থাও বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধি বা ডিএ (DA) বৃদ্ধি নিয়ে আশঙ্কায় ছিলেন বহু কর্মচারী। অবশেষে আশঙ্কার কালো মেঘ কাটিয়ে স্বস্তির খবর দিল কেন্দ্র সরকার।

Currency Invest

জানা গিয়েছে, মহার্ঘ ভাতার পরিমাণ ১০৫ টাকা থেকে বেড়ে দাঁড়াল ২১০ টাকা। হিসেবে দেখা যাচ্ছে, প্রতি মাসের নিরিখে প্রায় দ্বিগুণ পরিমাণ বাড়ল এই মহার্ঘ ভাতা। সূত্রের খবর, এই নতুন নিয়ম পয়লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে বলে জানা গিয়েছে। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যুনতম মজুরির হারও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

তবে জানা গিয়েছে, রেল, খনি, তৈলক্ষেত্র, বন্দরসহ কেন্দ্রের অধীনস্ত যেকোন প্রতিষ্ঠানের অস্থায়ী ও ঠিকাকর্মীরা এই সুবিধা পাবেন। এবিষয়ে শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার (Santosh Gangwar) জানাচ্ছেন, ‘এই করোনা আবহে এটা খুবই প্রয়োজনীয় বিষয় ছিল। প্রায় ১.৫০ কোটি অস্থায়ী ও ঠিকাকর্মচারী উপকৃত হবেন সরকারের এই নতুন নিয়মের ফলে’। এই ঘোষণার ফলে করোনা আবহে সংকটের মধ্যেও সরকারি কর্মচারীদের মুখে হাসির রেখা ফুটে উঠল।


Smita Hari

সম্পর্কিত খবর