‘দু’দিনের মধ্যে প্রাপ্য DA না দিলে …” এবার সময়সীমা বেঁধে পত্রবোমা ফাটালেন সরকারি কর্মীরা!

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরেই ডিএ (Dearness Allowance) না মেলায় রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা। তবে, এবার আরোও বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন তারা। পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election) সামনে রেখে সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা সাফ বলে দিয়েছেন, তাঁদের দাবি না মানা হলে পঞ্চায়েত নির্বাচনে কোনও কাজে অংশগ্রহণ করবেন না।

সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়কের তরফে জানানো হয়েছে যে, তারা সরকারকে আর মাত্র দু’দিন সময় দিচ্ছেন। রাজ্য সরকার এই দুদিনের মধ্যেই বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত না নিলে তারা লাগাতার কর্মসূচির দিন ঘোষণা করবেন। ফলে, বলা বাহুল্য সব মিলিয়ে আরোও জোরদার আন্দোলনের পথে হাঁটছেন সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা। পাশাপাশি তাদের দাবি, বহু সরকারি কর্মচারী আন্দোলনকারী হিসেবে একটানা অনশনে বসার জন্য শারীরিকভাবে ভয়ংকর অসুস্থ হয়ে পড়েছেন।

জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারি থেকে শহিদ মিনারে সরকারি কর্মচারিদের বিভিন্ন সংগঠনের যৌথমঞ্চ ধরনায় বসেছে। গত কয়েকদিন ধরে তিন সরকারি কর্মী সেখানেই আমৃত্যু অনশন করার প্রতিজ্ঞা নেন। লাগাতার খাদ্যাভাবের কারণে অনশনকারীদের মধ্যে ২ জন সরকারি কর্মীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দুই অসুস্থ অনশনকারীকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা বেশ সংকটজনক।

Dearness allowance

 

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছেন আন্দোলনকারীরা। অনশন, পত্রবোমার মতো একাধিক পদক্ষেপকে হাতিয়ার করে বড়সড় ধাক্কা দিতে চাইছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। ডিএ ইস্যুতে যখন তোলপাড় শুরু হয়েছে রাজ্য জুড়ে তখন আরও বড় পত্রবোমা ফাটানোর পরিকল্পনা করছেন সরকারি কর্মচারীরা। ফলে, সব মিলিয়ে মহার্ঘ ভাতাকে কেন্দ্র করে রাজ্য সরকার যে চাপে পড়তে চলেছে একথা বলাই বাহুল্য।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর