মোট কতদিনের বকেয়া DA পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা? সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ডিএ (DA) ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। মহার্ঘ ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Workers)। সুপ্রিম কোর্টে এই নিয়ে চলছে মামলা। আগামী ৩ নভেম্বর সেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। অর্থাৎ পুজোর আগে ডিএ মিটিয়ে দেওয়ায় যে দাবি সরকারি কর্মীরা করে এসেছিলেন তা আর হচ্ছে না।

এই মামলার দীর্ঘ শুনানি প্রয়োজন বলে আগেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ ৩ নভেম্বর ডিএ মামলার চূড়ান্ত রায় আসবে না এমনটাই বলা যেতে পারে। বেশ কয়েকদিন ধরে এই মামলার বিস্তারিত শুনানি চলতে পারে। তবে প্রশ্ন মোট কতদিনের ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মীদের?

   

এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, ‘অনেকেই এমন আছেন যারা জানতে চাইছেন যে রোপা-৯ অনুযায়ী বকেয়া ডিএ কবে থেকে কখন পর্যন্ত পাওয়া যাবে। সেই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের জানাচ্ছি ২০০৯ সালের জুলাই থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত বকেয়া ডিএ পাওয়া যাবে।’

আরও পড়ুন: বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ! জেলে বসেই বিরাট কাণ্ড ঘটালেন নিয়োগ দুর্নীতির কুন্তল

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ পান। তারা বর্তমানে ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যদিও সেপ্টেম্বরেই তা বৃদ্ধি পেয়ে ৪৫ শতাংশ হাতে পারে বলে জানা যাচ্ছে। এবং আগামী বছরে তার পরিমাণ ৫০ শতাংশও ছাড়াতে পারে।

আর অন্যদিকে রাজ্য সরকারী কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৬ শতাংশ ডিএ পান। যা সম্প্রতি ৩ থেকে বাড়িয়ে ৬ করা হয়েছে। অন্যদিকে শীর্ষ আদালতে ২০১৬ সাল থেকে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। যেখানে AICPI অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বর্তমানে ৪২ শতাংশ সেখানে রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। এই কারণেই সরকারের ওপর ক্রমশ্য চাপ বাড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

da hike

আরও পড়ুন: বার বার একই আর্জি! পার্থের উপর খড়গহস্ত বিচারক, হল জরিমানা, কত টাকা দিতে হবে বিধায়ককে?

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন মামলা চলার পর হাইকোর্ট সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (DA) প্রদান করার নির্দেশ দেয়। তবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এরই মধ্যে এবার আশার খবর সামনে এল। মামলার পরবর্তী শুনানি ৩ নভেম্বর হবে বলে জানা যাচ্ছে।

এই শুনানির দিকে চেয়ে বসে রয়েছেন রাজ্যের সকল সরকারি কর্মচারী ও পেনশনারগণ। অনেকেই আশা করছেন সেইদিনই তাদের এতদিনের আন্দোলন সফল হবে। আবার যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন এমনটাও হতে পারে যে এই মামলায় আরও বেশ কয়েকটি শুনানি হওয়ার পরেই মামলাটির নিষ্পত্তি হবে। এখন শীর্ষ আদালতে কী হয় সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর