বাংলাহান্ট ডেস্কঃ অভাবের সংসারে মেয়েকে সঙ্গে নিয়েই ডেলিভারি বয়ের (delivery boy) কাজ করছে বাবা! আবেগঘন মুহূর্তের ভাইরাল ভিডিও (viral video) দেখেই চোখে জল চলে এল নেটবাসিন্দাদের। স্বামী স্ত্রী দুজনেই কাজ করেন। বাড়িতে আর কেউ নেই। অগত্যা মাত্র ২ বছরের মেয়েকে সঙ্গেই নিয়েই ডেলিভারি বয়ের কাজ করছেন বাবা।
একটি ভাড়া বাড়িতে এই দম্পতি তাদের ছোট্ট মেয়েকে নিয়ে সুখে থাকেন। সংসারে আর্থিক অভাব লেগে থাকলেও, লি ও তাঁর স্ত্রী তাঁরা নিজেদের মত করে সুখী রয়েছেন। আর্থিক উপার্জনের পাশাপাশি তাঁরা তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়েও চিন্তায় থাকেন। মেয়েকে তাঁরা উচ্চশিক্ষিতা এবং সমাজের উপযোগী করে তুলে মানুষের মত মানুষ করতে চায়।
দুচোখে অনেক স্বপ্ন তাদের। অভাবের মধ্যে ভাড়া বাড়িতে এক টুকরো আশা নিয়ে তাঁরা বেঁচে আছে। লি জানায়, দিনের বেলা মেয়ের দেখভালের দায়িত্ব তাঁর উপর। আর সন্ধ্যের পর থেকে তাঁর স্ত্রীর দায়িত্ব। অভাবের সংসারে অন্নের সংস্থান করতে তাঁরা দুজনেই কাজে বেরিয়ে পড়েন। মেয়ের প্রায় ৬ মাস বয়স থেকেই লি এইভাবে মেয়েকে সঙ্গেই নিয়েই ডেলিভারি বয়ের কাজ করছেন।
This delivery courier has the cutest colleague: his two-year-old daughter. pic.twitter.com/EYTQlVIrzL
— South China Morning Post (@SCMPNews) March 29, 2021
তিনি জানান, প্রথমদিকে বাইকে রাখা ডেলিভারি বাক্সের উপর মেয়েকে বসিয়ে নিয়ে যেতে কিছুটা ভয় লাগলেও, পরে অভ্যাস করে একটি ছোট্ট গদি, দুধ খাওয়ানোর বোতল ও ডায়পারও সঙ্গে রাখেন তিনি। মেয়েকে নিয়ে এভাবে বাইকে করে এদিক ওদিক ছোটাছুটি করতে হওয়ায় কিছুটা খারাপও লাগে তাঁর। তবে লি জানিয়েছেন, এই কাজের সময় মেয়ে তাঁকে একফোঁটাও জ্বালাতন করে না। উপরন্তু মেয়ে সঙ্গে থাকলে, কাজের ক্লান্তি দূর হয়ে নতুন করে উৎসাহ পায় লি।
স্যোশাল মিডিয়ায় বাবা মেয়ের এই একসঙ্গে কাজে যাওয়ার ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে মেয়ের জন্য বাবার এই স্ট্রাগল দেখে অনেকেরই চোখের কোণায় জলবিন্দু চিক চিক করে ওঠে।