বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নির্ভর করেন লোকাল ট্রেনের উপর। লোকাল ট্রেনের মাধ্যমে বিভিন্ন গ্রাম অঞ্চল ও শহরতলী থেকে মানুষ শহরে আসেন জীবিকার সন্ধানে। কিন্তু বর্তমানে বিভিন্ন লাইনের কাজের জন্য বারংবার বিপর্যস্ত হচ্ছে ট্রেন পরিষেবা। কখনো সিগন্যালিংয়ের কাজ, আবার কখনো রেললাইন মেরামতির কাজ, বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিপর্যস্ত হচ্ছে লোকাল ট্রেনের পরিষেবা।
এবার ফের একবার দুঃসংবাদ হাওড়া লাইনের নিত্যযাত্রীদের জন্য। নবদ্বীপ ধামে চলছে ওভারব্রিজ নির্মাণের কাজ। এই ওভারব্রিজ নির্মাণের কাজের জন্য শনিবার বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। গত বৃহস্পতিবার পূর্ব রেলের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ ই নভেম্বর অর্থাৎ শনিবার, হাওড়া শাখায় আপ লাইনের কিছু ট্রেন সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে, রেলের তরফ থেকে জানানো হয়েছে, ডাউন লাইনে পাওয়ার ব্লক করা হবে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত।
যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল:
৩৭৯১১ নম্বর হাওড়া-কাটোয়া লোকাল, ৩৭৭৪৫ নম্বর ব্যান্ডেল থেকে ছাড়া ব্যান্ডেল-কাটোয়া লোকাল, ৩৭৭৪৭ নম্বর ব্যান্ডেল-কাটোয়া লোকাল। ৩৭৯২২ নম্বর কাটোয়া থেকে ছাড়া কাটোয়া-হাওড়া লোকাল। ৩৭৭৪৬ নম্বর ও ৩৭৭৪৬ নম্বর কাটোয়া-ব্যান্ডেল লোকাল।
অন্যদিকে, পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শনিবার ৩৭৭৪৮ নম্বর কাটোয়া-ব্যান্ডেল লোকাল দুপুর ১টার পরিবর্তে দুপুর ২টো ১০ মিনিটে কাটোয়া স্টেশন থেকে ছাড়বে।