বাংলা হান্ট ডেস্কঃ চণ্ডীগড়ে পৌঁছে তিব্বতীয় ধর্মগুরু দলাই লামা বলেন, অন্য দেশের সাথে সুসম্পর্ক একমাত্র ভালো ব্যাবহার করেই করা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যান্য দেশের সাথে ভালো ব্যাবহার আর কথাবার্তার মাধ্যমে সুসম্পর্ক বজায় রেখেছেন। উনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমোশনাল, উনি রাষ্ট্র সঙ্ঘের মঞ্চে গিয়েও ভেদাভেদ এর কথা বলেন। আরেকদিকে ভারতের প্রধানমন্ত্রী শান্তির বার্তা দেন। ধর্মগুরু দলাই লামা বলেন, ইমরান খান চাইনার টপ ডিলার্সদের কাছে সাহায্যের আবেদন করছেন, কিন্তু পাকিস্তানের কাছে সবথেকে বেশি প্রয়োজন ভারতের।
দলাই লামা বলেন, বাস্তবিকতাকে দেখে অবাস্তবিকতাকে দূরে সরিয়ে রাখতে হয়। উনি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ভাবুক বলেন, আর সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কিছুদিন আগেই হওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চীনের রাষ্ট্রপতি শি জিংপিং এর সাক্ষাৎ এর প্রশংসা করেন দলাই লামা।
উনি ভারত আর চীনের সম্পর্ক নিয়ে বলেন, দুই দেশেই সবথেকে বেশি জনসংখ্যার দেশ, তাই একে অপরকে দরকার। দুই দেশের সৎভাবনা অনেক পুরনো, আর আর্থিক দিক থেকে দুই দেশই বড় শক্তি। দলাই লামা বলেন, ভারত আর চীনের সুসম্পর্কের প্রয়োজন। উনি বলেন, আমি চাই চীন থেকে বেশি ছাত্ররা ভারতে আসুক, আর তাঁরা দেখুক গণতন্ত্রের ক্ষমতা কি।