ভারতের মধ্যে কলকাতাই তার প্রিয় শহর! টুইট করে কারণও জানালেন কিংবদন্তি পেসার ডেল স্টেইন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে (IPL 2023) নিজেদের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই ম্যাচটি আয়োজিত হচ্ছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। টানা হারের পর নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে মরশুমে প্রথম জয়ে তুলে নিয়েছে হায়দরাবাদ। আজ ইডেনে কেকেআরের বিরুদ্ধেও সেই দাপট বজায় রাখতে চাইবে তারা। তার আগে কিংবদন্তি ডেল স্টেইন (Dale Steyn) কলকাতা (Kolkata) সম্পর্কে একটি বিশেষ বার্তা দিয়ে বাঙালি ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছেন।

অবসর নেওয়ার পর থেকে তারকা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের বোলিং কোচ হিসেবে যুক্ত রয়েছেন। এই বছরও তার ব্যাতিক্রম হয়নি। আজ কলকাতা নাইট রাইডার্স যখন সানরাইজার্সের মুখোমুখি হবে ইডেনে তখন ভুবনেশ্বর কুমার, উমরান মালিকদের লাইন, লেংথ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব থাকবে তারই কাঁধে।

Dale Steyn,KKR vs SRH,India vs South Africa,2011 ODI World Cup,IPL 2019,IPL 2023,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

এর আগে একটি টুইট করে সমর্থকদের মন জয় করেছেন প্রোটিয়া কিংবদন্তি। তিনি সেই টুইটে বলেছেন যে কলকাতা তার অন্যতম পছন্দের একটা শহর এবং এখানে সময় কাটাতে তিনি অত্যন্ত পছন্দ করেন। তার সেই টুইটটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং এইতো একটু জন্য বাংলার ক্রিকেটপ্রেমীরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন।

কেন কলকাতাকে তার এত পছন্দ সেই কথা ও নিজের টুইটে জানিয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার। তিনি জানিয়েছেন যে, এই শহরের প্রাচীন স্থাপত‍্য, সবুজায়ণ, বিশেষ মডেলের ট্যাক্সির কারণেই কলকাতা হয়ে উঠেছে ভারতে তার প্রিয় শহরগুলির মধ্যে একটি।

অথচ আশ্চর্যের ব্যাপার কলকাতায় তেমন বেশি ক্রিকেট খেলা হয়নি ডেল স্টেইনের। ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা যে ম্যাচটি খেলেছিল সেখানে চার ওভার বল করে একটি মেডেন সহ মাত্র ১৩ রান দিলেও কোন উইকেট পাননি স্টেইন। কলকাতার মাটিতে ২০১০ সালে যে টেস্ট ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন তিনি। শেষবার স্টেইন কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে নেমেছিলেন ২০১৯ সালে আরসিবির জার্সিতে। সেই ম্যাচের নাইটদের দুটি উইকেট নিলেও তিনি ৪০ রান দিয়েছিলেন নিজের নির্ধারিত ৪ ওভারে।