বাংলা হান্ট ডেস্কঃ ১৭ বছরের দীর্ঘ ক্রিকেট জীবন, এবার অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার গতি তারকা ডেল স্টেইন। স্টেইন তার কেরিয়ারে শুধু একজন দ্রুতগতির বোলার ছিলেন না, তার লাইন লেন্থও ছিল অসামান্য। একদিকে ১৫০ কিলোমিটার গতিতে বল করার সাথে সাথেই লাইন লেন্থের কারণে বহু ব্যাটসম্যানকে সমস্যায় ফেলতে সক্ষম হয়েছেন তিনি।
ভারতের বিরুদ্ধেও তার পারফরম্যান্স ছিল অসাধারণ। ২০১১ বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দিয়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতেই এক ইনিংসে ৭ উইকেট তুলে নেওয়ার রেকর্ড রয়েছে তার নামে। ২০১৯ সালেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন এই সাউথ আফ্রিকান গতি দানব।
তারপর দীর্ঘদিন যাবৎ ওয়ানডে ক্রিকেট এবং টি-টোয়েন্টিতেও সুযোগ আসেনি তার কাছে। তাই অবশেষে ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। দেশের হয়ে তিন ফরম্যাটে মোট ৬৯৯ টি উইকেট শিকার করেছেন স্টেইন। তার মধ্যে ৯৩ টি টেস্ট খেলে সংগ্রহ করেছেন ৪৩৯ টি উইকেট, ১২৫ টি একদিনের ম্যাচে তুলে নিয়েছেন ১৯৬ টি উইকেট, এবং ৪৭ টি টি-টোয়েন্টি ম্যাচের শিকার করেছেন ৬৪ জন ব্যাটসম্যানকে।
Announcement. pic.twitter.com/ZvOoeFkp8w
— Dale Steyn (@DaleSteyn62) August 31, 2021
তার রেকর্ডই বলে দেয় আন্তর্জাতিক ক্রিকেটে যে কোন ব্যাটসম্যানের কাছে কতখানি ত্রাস হয়ে উঠেছিলেন তিনি। ব্রেট লি, শোয়েব আখতারের পর ভয়ঙ্কর গতি দানব হিসেবে স্টেইনের নাম উঠে আসে সকলের ওপরে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই তারকাকে এখন শুভেচ্ছা জানাচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব। আজ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেই অবসর কথা ঘোষণা করেন এই খেলোয়াড়। নিজের বার্তায় তিনি লেখেন, “আজ আমি অফিসিয়ালি সেই খেলা থেকে অবসর ঘোষণা করলাম, যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। সুন্দর মুহূর্ত রয়েছে, তিক্ততাও রয়েছে, কিন্তু সব মিলিয়ে আমি কৃতজ্ঞ।”