বাংলাহান্ট ডেস্ক: ঋণে জর্জরিত হয়ে ধুঁকছিল জেপি গ্রুপের সিমেন্ট (Jaypee Cement) সংস্থা। অবশেষে তারা এই সংস্থার একজন ক্রেতা পেল। জেপি গ্রুপের সিমেন্ট সংস্থা কিনতে চলেছে ডালমিয়া সিমেন্ট। ইতিমধ্যেই চুক্তিও সই করে ফেলেছে তারা। রেকর্ড বিনিয়োগে এই চুক্তি করছে ডালমিয়া গ্রপ।
জানা গিয়েছে, রেকর্ড ৫ হাজার ৬৬৬ কোটি টাকায় জেপি সিমেন্ট কিনতে চলেছে ডালমিয়া সিমেন্ট। এই চুক্তিতে ইতিমধ্যেই সই করেছে জয়প্রকাশ অ্যাসোসিয়েটস এবং জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চারস। এই খবরের যথেষ্ট প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। এই চুক্তি হওয়ার পরেই এই দুই সংস্থার শেয়ারের মূল্য ১০ শতাংশ বেড়ে গিয়েছে।
ডালমিয়া গ্রুপকে ঠিক কী কী হস্তান্তর করে দেওয়া হবে তার একটি তালিকা প্রকাশ করেছে জেপি গ্রুপ। তারা জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে সব ক’টি সিমেন্ট প্লান্ট হস্তান্তর করে দেওয়া হচ্ছে। এই সিমেন্ট প্লান্টগুলির মোট ক্ষমতা ৯.৪ মিলিয়ন টনের। একইসঙ্গে ৬.৭ মিলিয়ন টনের ক্লিঙ্কার সম্পদ এবং ২৮০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রও দিয়ে দেওয়া হচ্ছে ডালমিয়া গ্রুপকে।
এর ফলে তাদের সংস্থার মোট উৎপাদন ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। বর্তমানে তারা বছরে ৩৭ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন করে। জেপি সিমেন্ট কিনে নেওয়ার ফলে তারা বছরে ৪৭ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন করতে পারবে। ২০২৪ অর্থবর্ষে এই ক্ষমতা ৬০ মিলিয়ন টনে গিয়ে দাঁড়াবে। ফলে তারা এই ইন্ডাস্ট্রির তৃতীয় বৃহত্তম সংস্থা শ্রী সিমেন্টকে ছাপিয়ে যাবে।
উল্লেখ্য, চলতি বছরে সিঙ্গাপুরের সংস্থা হোলচিম গ্রুপের ভারতীয় ব্যবসা আম্বুজা সিমেন্ট ও এসিসি সিমেন্ট কিনেছে আদানি গ্রুপ। মোট ৬.৫০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে তাদের মধ্যে। সম্প্রতি শোনা গিয়েছিল, জেপি গ্রুপের সিমেন্ট ব্যবসাও বোধ হয় কিনে নেবে আদানি গ্রুপ। কিন্তু সংস্থার তরফে সেই জল্পনা খারিজ করে দেওয়া হয়। প্রসঙ্গত, ডালমিয়া গ্রুপও সিমেন্ট ব্যবসায় বিস্তার ঘটানোয় অনেকের মত, সরাসরি আদানিকে টেক্কা দিতে চাইছে তারা।