প্রেমিকার ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে ভেজা চুমু, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই শ্রাবন্তী-পুত্রকে কুৎসিত আক্রমণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়ের (srabanti chatterjee) সঙ্গে সঙ্গে তাঁর ছেলে অভিমন‍্যুর (abhimanyu chatterjee) ব‍্যক্তিগত জীবনের হাঁড়ির খবর নিয়ে কৌতূহলের শেষ নেই আমজনতার। নিজের প্রেমজীবন অবশ‍্য অনেকদিন আগেই সকলের সামনে নিয়ে এসেছেন অভিমন‍্যু। মডেল দামিনী ঘোষের সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্ক। প্রায়ই দুজনের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে উঠে আসে একসঙ্গে সময় কাটানোর ছবি।

এবার ভাইরাল হল জুটির একটি রিল ভিডিও। একান্তে সময় কাটানোর সময়ে ভিডিওটি শুট করেছেন দুজনে। সেখানে দেখা যাচ্ছে ক‍্যামেরার দিকে তাকিয়ে মজার মুখভঙ্গি করছেন দামিনী। হঠাৎ করেই প্রেমিকার ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে চুম্বন এঁকে দিলেন শ্রাবন্তী পুত্র।


ভিডিওটি ভাইরাল হতেই মা শ্রাবন্তীকে জড়িয়ে কুৎসিত আক্রমণ শুরু করেছেন নেটনাগরিকদের একাংশ। তবে অনেকেই অভিমন‍্যু দামিনীর জুটিকে ভালবাসা জানিয়েছেন। এই জুটির ভবিষ‍্যতের জন‍্যও প্রার্থনা করেছেন তারা।

ছেলের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক বন্ধুর মতো, একথা নিজের মুখেই একাধিক বার স্বীকার করেছেন অভিনেত্রী। গোটা বিশ্ব তাঁর ব‍্যক্তিগত জীবন, সম্পর্কের টানাপোড়েন নিয়ে ট্রোল করলেও অভিমন‍্যুকে সবসময় পাশে পেয়েছেন তিনি। দামিনীর সঙ্গেও তাঁর খুবই ভাল সম্পর্ক। হবু বৌমাকে বন্ধু বানিয়ে নিয়েছেন শ্রাবন্তী।

https://www.instagram.com/p/CG8OiL4gEuy/?utm_medium=copy_link

অবশ‍্য অভিমন‍্যুর সম্পর্ক নিয়ে ছেলের সঙ্গে মা শ্রাবন্তীকে জড়িয়ে কম ট্রোল, সমালোচনা হয়নি। এই বিষয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের কাছে অভিনেত্রী মুখ খোলেন তিনি ছেলে অভিমন‍্যু ওরফে ঝিনুকের সম্পর্ক নিয়ে। তিনি সাফ জানিয়ে দেন, ছেলের বান্ধবীকে তিনি চেনেন। উপরন্তু এটাই প্রেম করার বয়স, তাই এই নিয়ে অবাক হওয়ার কিছু নেই বলেও মন্তব‍্য করেন শ্রাবন্তী।

X