দুই চ‍্যানেলেই সেরার লড়াই, মুখোমুখি টক্করে ‘ডান্স বাংলা ডান্স’ও ‘সঙ্গীতের মহাযুদ্ধ’এর গ্র‍্যান্ড ফিনালে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আর ঘন্টাখানেকের অপেক্ষা। তারপরেই দুই রিয়েলিটি শোয়ের (reality show) দুই বিজেতার নাম জানতে পারবে দর্শক। বাংলা টেলিভিশন দুনিয়ার দুই প্রথম সারির চ‍্যানেল জি বাংলা ও কালার্স বাংলার দুটি রিয়েলিটি শোয়েরই আজ গ্র‍্যান্ড ফিনালে। জি এর ‘ডান্স বাংলা ডান্স’ (dance bangla dance) এবং কালার্সের ‘সঙ্গীতের মহাযুদ্ধ’র (sangiter mahajuddho) বিজেতাদের নাম ঘোষনা হবে আর কিছুক্ষণের মধ‍্যেই।

করোনা আবহে শুরু হয়েছিল ডান্স বাংলা ডান্সের শুটিং। এমনকি এই শো থেকেই একসঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন জিৎ ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়। কিন্তু করোনার ভয় জয় করে সুস্থ হয়েই ফের বিচারকের আসনে ফেরেন তাঁরা। পাশের আসনে কখনো দেখা গিয়েছে গোবিন্দাকে। আবার কখনো অতিথি হয়ে এসেছেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়, সোহম চক্রবর্তীরা।


নৃত‍্যগুরুর আসনে থেকেছেন দেবলীনা কুমার, ওম সাহানি, রিমঝিম মিত্র, সৌমিলি বিশ্বাসরা। গ্র‍্যান্ড ফিনালেতে নেচেছেন জিৎ,শুভশ্রী, গোবিন্দারা। সঙ্গে জনপ্রিয় গানের সঙ্গে পা মিলিয়েছেন নৃত‍্যগুরুরাও। সঞ্চালনায় বরাবর জনপ্রিয়তা পেয়ে এসেছে অঙ্কুশ হাজরা বিক্রম চট্টোপাধ‍্যায়। গ্র‍্যান্ড ফিনালের মঞ্চেও হাসির ফোয়ারা তুলেছেন দুজনে। বিজয়ী হওয়ার দৌড়ে রয়েছেন মেঘা-সৌভিক, গ্যাং স্ট্রিট মাফিয়া, অর্ণব-সুকন্যা, আর.পি ব্রাদার্স, রেইস-পলাশ। এবার দেখার অপেক্ষায় বিজয়ীর ট্রোফি ওঠে কার হাতে।

https://www.instagram.com/tv/CXqap8wKmae/?utm_medium=copy_link

অপরদিকে সঙ্গীতের মহাযুদ্ধ বারবারই বিতর্কে জড়িয়েছে। বিভিন্ন রিয়েলিটি শোতে জনপ্রিয়তা পাওয়া প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়েই শুরু হয়েছিল সেরার লড়াই। অন্তিম পর্বে জায়গা পেয়েছে মাত্র পাঁচজন প্রতিযোগী।


বিচারকদের আসনে দেখা গিয়েছে উস্তাদ রশিদ খান, জিৎ গঙ্গোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, অভিজিৎ ভট্টাচার্যদের। তাঁরাই আজ বেছে নেবেন সেরার সেরা কে। দুই চ‍্যানেলেই আজ নজর থাকবে দর্শকদের। গান ও নাচ দুই জগতে সেরার শিরোপা পেলেন কারা তা জানতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা।

X