বাংলাহান্ট ডেস্ক : মর্মান্তিক দুঃসংবাদ পাওয়া গেল বিনোদন জগৎ থেকে। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মিলল ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) খ্যাত নাবালিকা প্রতিযোগীর দেহ। বনগাঁর বাসিন্দা ওই নাবালিকা। মঙ্গলবার রাতে বনগাঁর চাঁদপাড়া এলাকাতেই ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই স্থানীয় কয়েকজন যুবক তাঁকে উত্যক্ত করছিল বলে অভিযোগ। মানসিক চাপে ছিলেন নাবালিকা। তার জেরেই এই সিদ্ধান্ত বলে দাবি করেছেন তাঁর পরিবার এবং স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে গাইঘাটা থানার পুলিশ।
চরম পরিণতি ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) প্রতিযোগীর
সূত্রের খবর, এই ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তিন যুবকের। বুলটন, বিট্টু, সুমন্ত সহ আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন নাবালিকার বাবা, মা এবং স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযোগ তুলেছেন, মানসিক ভাবে ওই নাবালিকার উপরে চাপ সৃষ্টি করত ওই যুবকেরা। ডান্স বাংলা ডান্স খ্যাত নাবালিকাকে (Dance Bangla Dance) নানা ভাবে ভয় দেখানো হত, বয়সে বড় যুবকদের সঙ্গে মিশতে বাধ্য করা হত। আর কথা না শুনলে হুমকি আসত ফোনে, এমনি সব অভিযোগ সামনে আসছে।
কী ঘটনা ঘটেছে: জানা যায়, মঙ্গলবারও ওই যুবকদের সঙ্গে বাইরে বেরোতে জোর করা হয়েছিল ওই নাবালিকাকে (Dance Bangla Dance)। পরে সে বাড়ি ফিরে আসে। এর মাঝেই নাবালিকার বাবার কাছে ফোন আসে। বলা হয়, তাঁর মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। খবর পেয়েই ছুটে আসেন তার বাবা। কিন্তু তিনি যতক্ষণে বাড়িতে পৌঁছান ততক্ষণে সব শেষ।
আরো পড়ুন : প্রথম বারেই “খেল খতম”, নৌবাহিনীকে হস্তান্তরের আগেই ভেঙে পড়ল আদানির ১৫০ কোটির ড্রোন
কার দিকে অভিযোগ: মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান তিনি। কিন্তু শেষরক্ষা করা যায়নি। হাসপাতালে নিয়ে গেলে নাবালিকাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উল্লেখ্য, ২০১৬ সালে ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance) প্রতিযোগী হয়ে এসেছিলেন ওই নাবালিকা। গ্র্যান্ড ফিনালে পর্যন্ত গিয়েছিলেন তিনি। তারপর থেকে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। বেশ কিছু জায়গায় শো করতেন।
আরো পড়ুন : গল্প এগিয়েও মিলল না ফল, দু বছর পার করে বন্ধ হচ্ছে প্রাক্তন TRP টপার সিরিয়াল
স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, অভিযুক্ত যুবকরা নাকি এলাকার অনেক মেয়েকেই এমন উত্যক্ত করেন। তাঁদের সঙ্গে মিশতে বাধ্য করা হয়। এর আগেও নাকি এই কারণে এলাকার আরেকটি মেয়ে আত্মহত্যা করেছিলেন বলে অভিযোগ। কিন্তু কীসের জোরে এই দৌরাত্ম্য চালাতেন ওই যুবকরা? তাঁদের মাথার উপরে কোনো ‘প্রভাবশালী’র হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।