জনপ্রিয় বাংলা গানে অপূর্ব সুন্দর নাচ গুজরাটি শিশুর, খুদের ভাইরাল ভিডিওতে মজল নেটপাড়া

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কোনো অভিনব ভিডিও এলেই তা কার্যত ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। আর যেগুলি দেখতে ভালোবাসেন নেটিজেনরাও। তাছাড়াও, “ট্রেন্ডিং”-এর জমানায় কোনো গান হোক কিংবা নাচের “হুক স্টেপ” সবেতেই কোমর দোলাতে পছন্দ করেন অনেকে। শুধু তাই নয়, টলিউড থেকে বলিউডের সেলিব্রেটিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এগুলিতে। আর সেই ভিডিওগুলি যে প্রবল ভাবে জনপ্রিয় হবেই তা আর বলার অপেক্ষা রাখেনা।

যদিও, বর্তমান সময়ে নেটমাধ্যম কাঁপিয়ে দিচ্ছে “কাঁচা বাদাম” গানটি। আর এই গানের মাধ্যমেই বাংলার বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরও পৌঁছে গিয়েছেন খ্যাতির শীর্ষে। রাজ্য তথা দেশের গন্ডী পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশেও এই গানে নেচেছেন মানুষ। স্বাভাবিকভাবেই সাম্প্রতিক কালে সবচেয়ে জনপ্রিয় গানের তকমা পেয়ে গিয়েছে এই বাংলা গান।

তবে, ফেসবুক-ইনস্টাগ্রাম-টুইটারের মত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতেও এই গান দাপিয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, আট থেকে আশি সব বয়সের মানুষরাই কোমরও দুলিয়েছেন এই গানে। যে ভিডিওগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেই রেশ বজায় রেখেই ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক খুদে ছাত্রী অনবদ্য ভাবে ফুটিয়ে তুলেছে এই গানের নাচ।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, এক অঙ্গনওয়াড়ির ছাত্রী সুনিপুণ ভাবে এই গানের তালে তালে নাচছে। পাশাপাশি, তার এই নাচ উপভোগ করতে দেখা যায় সেখানে উপস্থিত সবাইকেই। হাসিমুখে মনের আনন্দে এই গানে নাচতে থাকে ওই পড়ুয়া। ইতিমধ্যেই IAS অফিসার অবনিশ শরণ এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। পাশাপাশি, তিনি লিখেছেন এটাই সবচেয়ে “কিউট” কাঁচা বাদামের নাচ। পাশাপাশি, হৃদয়ের একটি ইমোজিও ব্যবহার করেন তিনি।

এছাড়াও, শিশু ও নারী কল্যাণ দফতরের ডেপুটি ডিরেক্টর নেহা কাঁথারিয়া ওই ভিডিওটি টুইটের মাধ্যমে সামনে এনে লিখেছেন,” শুধুমাত্র যে শহরের মানুষরাই ট্রেন্ডে গা ভাসান তা না, পাশাপাশি গ্রামেও এর প্রভাব দেখা যায়। ট্রেন্ডিং কাঁচা বাদাম গানে সুন্দরভাবে ‘হুক স্টেপ’ গুলি করে দেখিয়েছে গুজরাটের অঙ্গনওয়াড়ির এই ছাত্রীটি।”

https://twitter.com/AwanishSharan/status/1502913506152448003?s=20&t=9_dOn2LW-bz1oZoPtg7zAA

ইতিমধ্যেই এই ভিডিওটি ১ লক্ষ ৪৩ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি, সাড়ে ১৩ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন এটি। এদিকে, নেটিজেনরাও ভিডিওটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই সুন্দর নাচটি দেখে। মোট ১৫ সেকেন্ডের এই ভিডিওটি দেখে প্রতিক্রিয়াও জানিয়েছেন তাঁরা। একজন লিখেছেন, “এটাই আমার দেখা সবচেয়ে “কিউট” কাচাবাদাম নাচ।” পাশাপাশি, আরেকজন লিখেছেন, “খুব সুন্দর নাচ! এই বাচ্চা মেয়েটির শরীরে দারুণ ছন্দ রয়েছে।” এক কথায়, এই ভিডিওটি দেখে সকলেই ওই খুদে পড়ুয়ার নাচের প্রশংসা করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর