মানুষের মতো নাচ করছে একটি গাছ! বিশ্বাস হচ্ছে না ? দেখুন ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আপনি কখনো গাছের নাচ দেখেছেন? সবাই বলবেন “না।” আমাদের চারপাশে তাকালেই আমরা বিভিন্ন রকমের গাছ দেখতে পাই। এই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পৃথিবীর প্রতিটি জায়গায় রয়েছে গাছ। কখনো শান্ত আবার কখনো ঝড়-বৃষ্টির সময় চঞ্চল। ঝড় বৃষ্টির সময় গাছের দুলুনি আমরা সকলেই দেখেছি। কিন্তু কখনো ঝড়-বৃষ্টির আনন্দে নাচতে দেখেছেন কোন গাছকে?

যদি না দেখে থাকেন তাহলে আজই দেখুন এই ভিডিও। এই ভিডিওটি শেয়ার হয়েছে টুইটারে @TheFigen_ নামক একটি পেজ থেকে। এরকম ভিডিও আমরা নিশ্চিত করে বলতে পারি আপনি আগে দেখেননি। ভিডিওতে দেখা যাচ্ছে প্রবল হাওয়ায় গাছটি দুলছে অদ্ভুতভাবে। এই ভিডিওর ক্যাপশনে লেখা, “এ প্রকৃতি আশ্চর্য! প্রবল বাতাসে নাচতে দেখা যাচ্ছে গাছটিকে।”

ব্যাপকভাবে এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত এই ভিডিওটি 4.6 মিলিয়ন ভিউ পেয়েছে। এই ভিডিওটি রিটুইট করেছেন দশ হাজারেরও বেশি মানুষ। তাহলে বুঝতেই পারছেন একটি ভিডিও কত সুন্দর হলে এত মানুষ এটিকে নিয়ে মাতামাতি করেন। মাত্র ২৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রবল হাওয়ায় গাছটি নড়ছে।

কিন্তু এটি দেখে আপনার মনে হতেই পারে গাছটি যেন কোন মিউজিকের সাথে নাচ করছে। মানুষ যেমন নাচ করে ঠিক তেমনভাবে এই গাছটিও নাচের ছন্দে দুলে উঠছে। এই ভিডিওটি দেখে বহু মানুষ নানা রকম কমেন্ট করেছেন। কেউ কেউ গাছের নাচের সাথে তুলনা করেছেন ভাল্লুকের। আবার কেউ এই গাছটিকে ডিজনিল্যান্ডের চরিত্র আখ্যা দিয়েছেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X