Google Chrome ব্যবহার করলেই বিপদ! দেশবাসীকে সতর্ক করল কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক: অনলাইনে কাজকর্ম করার ক্ষেত্রে অধিকাংশ মানুষই ভরসা করেন Google Chrome ব্রাউজারটির ওপর। পাশাপাশি, অনলাইন মারফত পড়াশোনাই হোক কিংবা কোনকিছু সার্চ, প্রতিটি ক্ষেত্রেই গুগলের এই ব্রাউজারটিকেই প্রাধান্য দেন ব্যবহারকারীরা।

তবে, এবার Google Chrome ইউজারদের জন্য রয়েছে দুঃসংবাদ। এই ব্রাউজারের মাধ্যমেই আপনার সিস্টেমের দিকে ওঁত পেতে রয়েছে হ্যাকাররা। শুধু তাই নয়, অনায়াসেই তারা বের করে ফেলছে নানা ব্যক্তিগত তথ্যও। যার ফলে এবার ব্যবহারকারীদের সতর্ক করল কেন্দ্রীয় সরকার।

এই প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছে যে, ইতিমধ্যেই Google Chrome হ্যাক হওয়ার একাধিক অভিযোগ তাদের কাছে এসে পৌঁছেছে। যার ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করে এজেন্সি। তখনই জানা যায় যে, গুগলের এই ব্রাউজারটিকে হ্যাক করা তুলনামূলক অত্যন্ত সহজ। যার ফলে সহজেই সাইবার হানার শিকার হচ্ছে Google Chrome।

ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) অনলাইনে একটি নির্দেশিকা জারি করেছে এই প্রসঙ্গে। যেখানে বলা হয়েছে, ক্রোম ব্যবহার করলে হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই তা যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করতে হবে ব্যবহারকারীদের।

আরও জানা গিয়েছে যে, বিশেষ কোড ব্যবহারের মাধ্যমে হ্যাকাররা ইউজারদের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। যদিও, চলতি মাসের গোড়াতেই Chrome 98-এর এই সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল গুগল। যাকে অত্যন্ত “বিপজ্জনক” বলে আগেই চিহ্নিত করেছিল সরকারি এজেন্সিটি। তবে বর্তমানে সতর্ক করতে নতুন করে ক্রোম আপডেট করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।

Chrome New Logo

এদিকে, গুগলের অত্যন্ত জনপ্রিয় এবং আপগ্রেডেড ব্রাউজার ভার্সান হল ক্রোম। এর একাধিক আকর্ষণীয় ফিচার্স খুব সহজেই ইউজারদের আকৃষ্ট করে। তাই প্রতিদিনই বাড়ছে ক্রোমের ব্যবহারকারীর সংখ্যা।

পাশাপাশি, বর্তমানে এই ব্রাউজারের মাধ্যমে একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ইউজাররা। এমনকি, অনেক ব্যবহারকারী অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে থাকেন এর মাধ্যমে। তাই খুব সহজেই ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। যেই কারণে ইউজারদের দ্রুত এই ব্রাউজার আপডেট করতে সতর্ক করেছে কেন্দ্র।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর