বাংলাহান্ট ডেস্ক : আজকাল প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন (Smartphone)। এই স্মার্টফোনের (Smartphone) মূল চালিকাশক্তি হল বিভিন্ন অ্যাপ। সোশ্যাল মিডিয়া থেকে খাবার অর্ডার, অনলাইন কেনাকাটা থেকে শুরু করে গেম, এই অ্যাপের মাধ্যমেই সম্ভব হয় এসব কিছু। তবে হ্যাকাররা এই অ্যাপের মাধ্যমেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে আপনার স্মার্টফোন (Smartphone)।
স্মার্টফোনের (Smartphone) বিভিন্ন ক্ষতিকর অ্যাপ্লিকেশন
তাই বিপদজনক কিছু অ্যাপ (Application) দ্রুত ফোন থেকে আনইন্সটল করার পরামর্শ দিল গুগল (Google)। শুধুমাত্র কথাবার্তা চালানো নয়, অধিকাংশ ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন কাজও করা হয় স্মার্টফোনের (Smartphone) সাহায্যে। তাই যদি আপনার ফোনটি হ্যাকারদের আয়ত্তে চলে যায় তাহলে সর্বনাশ হয়ে যেতে পারে আপনার।
আরোও পড়ুন : পুলিশি অনুমতি নেই! নবান্ন অভিযান আটকাতে এবার চরম পদক্ষেপ রাজ্যের, তোলপাড়!
ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিকানাধীন সংস্থা মেটা সম্প্রতি দাবি করে যে এডিটিং অ্যাপের মাধ্যমে হ্যাকাররা ঢুকে পড়তে পারে ব্যাংক অ্যাকাউন্টে। তাদের পক্ষ থেকে বেশ কয়েকটি বিপদজনক অ্যাপের নামও প্রকাশ করা হয়। মেটা দাবি করে যে এই অ্যাপগুলি আপনার স্মার্টফোনে (Smartphone) রাখা মোটেও নিরাপদ নয়।
আরোও পড়ুন : পলিগ্রাফেই খুলবে সন্দীপের মুখোশ! কীভাবে কাজ করে এই মেশিন? জানালেন প্রাক্তন গোয়েন্দা
তবে এই অ্যাপগুলি রয়েছে গুগল প্লে স্টোরে। এই বিপদজনক অ্যাপগুলির অধিকাংশই এডিটিং অ্যাপ। মেটার প্রকাশ করা তালিকায় রয়েছে বেশ কিছু জনপ্রিয় অ্যাপের নামও। মেটা যে বিপদজনক অ্যাপের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে ১৬ টি চীনা অ্যাপ। মেটার দেখানো পথেই এবার গুগলও প্রকাশ করেছে রিপোর্ট।
বিউটিপ্লাস-ইজি ফটো এডিটর, বিউটিক্যাম, সেলফি ক্যামেরা-বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, বি৬১২- বিউটি অ্যান্ড ফিল্টার, সুইট স্ন্যাপ-এর মতো বেশ কিছু জনপ্রিয় অ্যাপ এখনো রয়েছে স্মার্টফোনের (Smartphone) প্লে স্টোরে। তবে এগুলি ব্যবহার করা মোটেও নিরাপদ নয় বলেই জানানো হয়েছে।
গুগল বলছে এই এডিটিং অ্যাপের মাধ্যমে প্রতারকরা সহজেই পাঠাতে পারে ম্যালওয়ার। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই অ্যাপগুলি অত্যন্ত বিপদজনক। গুগলের পক্ষ থেকে এই ধরনের অ্যাপ ইতিমধ্যে ব্লক করা শুরু হয়েছে। তবে যে ইউজারদের ফোনে এই অ্যাপগুলি ইন্সটল আছে সেগুলি অবিলম্বে মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।