আবারও রণক্ষেত্র করুণাময়ী! চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগ বাম ছাত্র-যুবরা, পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধে উত্তাল এলাকা

বাংলাহান্ট ডেস্ক : আবারও ধুন্ধুমার সল্টলেকের করুণাময়ীতে। বৃহস্পতিবার রাতের পর আবার শুক্রবার দুপুরে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে উত্তেজনা ছড়াল। শুক্রবার নতুন করে ওই এলাকায় বিক্ষোভ প্রদর্শন করতে শামিল হন ২০১৪ সালের টেট উত্তীর্ণ একদল চাকরিপ্রার্থী।

এরই সঙ্গে বৃহস্পতিবার রাতে পুলিস জোর করে টেট আন্দোলনকারীদের তুলে দেওয়ার প্রতিবাদেও বিক্ষোভ মিছিল করতে যায় এসএফআই-ডিওয়াইএফআই। তাদেরও বাধা দেয় পুলিস। প্রতিবাদে রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পুলিস তাঁদের টেনেহিঁচড়ে সরানো হয়। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি সামলাতে এলাকায় মোতায়েন করা হয় র‌্যাফ। টহল দিচ্ছে প্রচুর পুলিসকর্মী। বেশ কয়েক জনকে টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানেও তুলেছে পুলিস। এই ঘটনার জেরে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে করুণাময়ীতে।

   

নতুন করে উত্তেজনা ছড়ানোর পর থেকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয় করুণাময়ীতে পর্ষদের দফতর। গোটা এলাকায় ধরপাকড় শুরু করেছে পুলিস। মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘পুলিস ভয় পাচ্ছে বাংলার আন্দোলনকে।’

সরাসরি নিয়োগের দাবিতে সোমবার থেকেই করুণাময়ীতে পর্ষদের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। মঙ্গলবার থেকে তাঁরা আমরণ অনশন শুরু করেন। বৃহস্পতিবার মধ্যরাতে এলাকায় গিয়ে গায়ের জোরে আন্দোলন তুলে দেয় পুলিস। আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আন্দোলনকারীদের আটক হওয়ার ঘটনায় তিনি বলেছিলেন, ‘এই আন্দোলন ভেঙে দিতে পুলিস অনৈতিক ভাবে পদক্ষেপ করেছে। আমরা সারা রাজ্যব্যপী এই ঘটনার প্রতিবাদ জানাব। আন্দোলন চলবে।’ পরে এসএফআই-ডিওয়াইএফআইয়ের তরফে জানানো হয়, শুক্রবার আন্দোলনস্থলে ফের জমায়েত করা হবে। সেই জমায়েত ঘিরেই আজ রণক্ষেত্রের করুণাময়ী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর