বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগেই ইংল্যান্ড মহিলা দলের প্রাক্তন উইকেটরক্ষক সারা টেইলর (Sarah Taylor) যখন জানিয়েছিলেন যে তিনি এবং তার সঙ্গিনী মা হতে চলেছেন তখন গোটা বিশ্বের নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছিল। কেউ কেউ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন আবার কেউ কেউ LGBTQ-এর অন্তর্গত হওয়ার কারণে তাদেরকে ব্যঙ্গ করেছিলেন। যদিও তার কোন প্রভাব সারার ওপর পড়েনি। এবার নিজের সঙ্গিন এর সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করলেন ইংল্যান্ডের বর্তমান ওপেনার ড্যানিয়েলা ওয়াট (Danielle Wyatt)।
ইংল্যান্ডের ফুটবলের সঙ্গে জড়িত জিওর্জি হজের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। তাদের দুজনের চুম্বন করার এবং নিন্দুকদের উদ্দেশ্যে মধ্যমা প্রদর্শন করার একটি ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের পূজা ভাস্ত্রেকর, হার্লিন দেওয়লের মত ক্রিকেটাররা তাদের দুজনকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এই সম্পর্কের জন্য তাদেরকে ব্যঙ্গ শুনতে হলেও ওয়াট সেইসব ব্যাপারকে কোনও পাত্তা দিচ্ছেন না।
যে কারণে ওয়াটের ক্ষেত্রে মানুষ এই মহিলা সঙ্গিনী বেছে নেওয়ার ব্যাপারটি দেখে আশ্চর্য হয়েছেন সেটি হল আজ থেকে ৯ বছর আগে তিনি বিরাট কোহলির (Virat Kohli) রূপে এবং গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে কোহলিকে বিবাহ প্রস্তাব দেওয়ার পর সকলের নজরে উঠে এসেছিলেন তিনি। এরপর কোহলির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এবং তিনি কোহলির সাথে ফটোও তুলেছিলেন।
ওয়াট দেশের হয়ে ১৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২১.৫৩ গড়ে মোট ২৩৬৯ রান করেছেন। তার নামের পাশে রয়েছে দুটি শতরানও যা মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ডের কথা মাথায় রাখলে অত্যন্ত দূর্মূল্য হিসাবেই গণ্য হবে। সেই সঙ্গে তার ১২৫.২১ স্ট্রাইক রেটও প্রশংসনীয়। সদ্য সমাপ্ত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিজের দলকে সেমিফাইনাল অবধি উঠতে সাহায্য করেছিলেন। ভারতের বিরুদ্ধে ওপেন করে নিজের খাতা না খুলতে পারলেও পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন তিনি।
দুর্ভাগ্যবশত আগামীকাল থেকে আরম্ভ হতে চলা মহিলা আইপিএলে তিনি কোনও দল পাননি। এই মুহূর্তে মহিলা আইপিএলে মাত্র পাঁচটি দল রয়েছে এবং তারা ৬ জন করে বিদেশি ক্রিকেটার সই করাতে পারবে। এইজন্য ওয়াটের মতো অনেক নামিদামি বিদেশি ক্রিকেটারটাও এই প্রতিযোগিতার অংশ হতে পারছেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতের মাটিতে আইপিএল না খেলতে পারার জন্য নিজের আফসোসও প্রকাশ করেছিলেন তিনি।