বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে কয়েকদিন ধরেই রয়েছে বিতর্কের আবহ। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মধ্যে যেন ঠান্ডা লড়াই চোপছে। এই লড়াইয়ে অনেক অভিজ্ঞ এবং ক্রিকেটপ্রেমীরা বিরাটের পক্ষ নিয়ে সৌরভের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। কিন্তু এখন সৌরভকে সমর্থন করে গিয়ে বিরাটের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এক অভিজ্ঞ প্রাক্তন ক্রিকেটার।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া বৃহস্পতিবার বলেছেন যে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির এই মুহূর্তে অপ্রয়োজনীয় বিতর্কে না জড়িয়ে নিজের খেলায় মনোনিবেশ করা উচিত। লন্ডন থেকে কানেরিয়া একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘দুই বছর ধরে বিরাটের ব্যাট থেকে কোনও শতরান বেরোয়নি। তাই তার এই মুহূর্তে খেলায় মনোযোগী হওয়া টা দরকারি, তাহলে আখেরে ভারতেরই লাভ হবে।
তিনি বলেন, ‘এর আগে আমরা দেখেছি অনিল কুম্বলের সঙ্গে বিরাটের সমস্যা ছিল, এখন সৌরভের সঙ্গে তার সমস্যা। কুম্বলে এবং সৌরভ অধিনায়ক হিসেবে নিজেদের প্রমাণ করেছেন, তারা ভারতীয় ক্রিকেটের। তাদের মধ্যে এখন এই বিতর্ক বাড়ানোর দরকার নেই।
পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেওয়া বোলারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কানেরিয়া। তিনি সংবাদ সংস্থাটিকে বলেছেন, “বিরাট টেস্ট এবং টি-টোয়েন্টিতেও ফর্মে ফেরার জন্য লড়াই করছে এবং একজন অধিনায়ক হিসেবে তিনি কোনো আইসিসি ট্রফি জিততে পারেননি, তাই সবকিছুই তার বিরুদ্ধে যাচ্ছে। তাই বিতর্ককে এগিয়ে নিয়ে গিয়ে কোনও পক্ষেরই কোনো সুবিধা পাবে বলে আমি মনে করি না।