পাপের ফল ভুগল দানিশ সিদ্দিকী? সাংবাদিকের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ তসলিমার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি আফগানিস্তানের সংঘর্ষের পরিস্থিতি কভার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি (Danish Siddiqui)। তাঁর মৃত্যুতে এবার রম্যরচনা লিখলেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। সঙ্গে কটাক্ষ করলেন গোঁড়া হিন্দুদেরও।

স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকি আজ কান্দাহারে নিহত হলেন। পুলিৎজার পুরস্কার পাওয়া ফটোসাংবাদিক। রয়টার্সের ফটোসাংবাদিক। আফগান আর্মি আর তালিবানের মধ্যে ফাইট চলছিল, ওই ফাইটেরই ছবি তুলছিলেন দানিশ! এসব জায়গায় সব সাংবাদিকেরই বুলেটপ্রুফ জ্যাকেট আর বুলেটপ্রুফ হেলমেট পরা উচিত। তার তো পরনে ছিল ওসব। তাহলে মরলেন কেন? কার্মা কার্মা। হোয়াট ইজ কার্মা কার্মা?’।

https://www.facebook.com/nasreen.taslima/posts/2424475684363542

তিনি আরও লেখেন, ‘কোভিডের সেকেন্ড ওয়েভের সময় দিল্লিতে যে অসংখ্য চিতা জ্বলছিল, ও সেই চিতার, আর শশ্মানের ছবি তুলে বিদেশে বিক্রি করেছে। ছবি তোলা তো ওঁর পেশা। হিন্দুদের ক্রিমেশানের আর ফিউনারেলের ছবি তুলেছে। এর কর্মফল হাতে নাতে পেয়ে গেছে। মরেছে। কোভিডে এত মানুষ মারা গেছে! এত চিতা জ্বলেছে! শশ্মানের বাইরেও চিতা জ্বালাতে হয়েছে। এ তো প্রমাণ করে কোভিড কত ভয়াবহ রোগ। এমন দুর্যোগের দিনে ছবি তোলা যাবে না? মানুষ কি জানে না দুনিয়ার সব দেশে কোভিডে মানুষ মারা যাচ্ছে, মানুষ কি জানে না হিন্দুরা মারা গেলে পোড়ানো হয়? জানে তো’।

এরপর গোঁড়া হিন্দুদের কটাক্ষ করে লেখেন, ‘অসম্মান কেন হবে? বাস্তব চিত্র তুলে ধরেছেন দানিশ। রয়টার্সে যখন চাকরি করছেন, কোথায় কী হচ্ছে তা দেখানো তাঁর দায়িত্ব। আর আপনারাই বা কেন মনে করছেন চিতার ছবি তুললে হিন্দুদের অসম্মান করা হয়?’

প্রসঙ্গত, করোনা দ্বিতীয় ঢেউ (Covid Second Wave) চলাকালীন বার্ডস আই ভিউ (Birds Eye View) থেকে দাউ দাউ করে জ্বলন্ত চিতার ছবি তুলে আন্তর্জাতিক স্তরে খ্যাতিলাভ করেছিলেন দানিশ সিদ্দিকি। কিন্তু তাঁর সেই ছবি আন্তর্জাতিক স্তরে খ্যাতিলাভ করলেও, অনেকেই ভালো ভাবে নেননি বিষয়টি। অনেকেই মতেই হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছিল সেই ছবি।

সম্পর্কিত খবর

X