মাত্র ১২০০ টাকায় ছুঁয়ে দেখুন মেঘেদের! গরমের ছুটিতে ঘুরে আসুন এই হিল স্টেশন থেকে

বাংলাহান্ট ডেস্ক : গরমের হাত থেকে বাঁচতে অনেকেই পারি জমিয়েছেন উত্তরবঙ্গ (North Bengal)। অনেকেই চাইছেন এই গরমে খানিকটা স্বস্তির জন্য পাহাড় থেকে ঘুরে আসতে। একটা সময় বাঙালির কাছে পাহাড় দর্শন মানেই ছিল দার্জিলিং কিংবা কালিম্পং। তবে বর্তমান সময়ে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই শৈল শহরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অফ বিট গ্রামগুলি।

আপনারাও যদি এরকম কোনও অফ বিট জায়গার সন্ধানে থাকেন তাহলে আজ আমরা আপনাকে সেই ব্যাপারেই বলতে চলেছি। আমাদের আজকের ডেস্টিনেশন দারাগাঁও (Daragaon)। পাহাড়ে ঘেরা এই ছোট্ট গ্রামটি খুবই মনমুগ্ধকর। এই এলাকার চারপাশ জুড়ে রয়েছে লম্বা লম্বা পাইন গাছ। এছাড়াও তিস্তা নদী এখানকার অন্যতম একটি বৈশিষ্ট্য। এই গ্রামে দেখতে পাওয়া যায় সিঙ্কোনা গাছ।

এই জায়গাতে আপনারা দর্শন করতে পারবেন কাঞ্চনজঙ্ঘা। টাইটানিক ভিউ পয়েন্ট রয়েছে খুব কাছেই। আপনার মন জয় করার জন্য সেখানে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পাহাড়। কালিম্পং, লাভা, লোলেগাঁও কিংবা পেডং এর মতো ভিউ পয়েন্ট পেয়ে যাবেন দারাগাঁও থেকেই। এছাড়াও এখানে রয়েছে ট্রেকিং করার সুবিধা। ডেলো পাহাড় রয়েছে খুব কাছেই।

dara gaon05

 

এই এলাকা ঘুরে দেখার জন্য আপনি গাড়ি ভাড়া করতে পারেন। এই জায়গায় অপূর্ব সুন্দর কিছু হোম স্টে রয়েছে থাকার জন্য। বারোশো টাকা প্রতি রাত্রি পিছু খরচে এই জায়গাগুলিতে আপনি থাকতে পারেন। দারাগাঁও শিলিগুড়ি থেকে ৮২ কিলোমিটার ও কালিম্পং থেকে ১৭ কিলোমিটার। শেয়ারে কিংবা গাড়ি বুক করে আপনারা সহজেই এই জায়গায় যেতে পারেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর