‘গণতন্ত্র বিপন্ন দার্জিলিং-এ”, অভিযোগ তুলে পালা বদলের দিন তৃণমূল ছাড়লেন বিনয় তামাং

বাংলা হান্ট ডেস্কঃ দার্জিলিং (Darjeeling) পুরসভার পালাবদলের মধ্যেই তৃণমূলের (Trinamool) সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন বিনয় তামাং (Binay Tamang)। সম্প্রতি দার্জিলিং পুরসভায় ক্ষমতা বদল হয়েছে। হামরো পার্টিকে সরিয়ে দার্জিলিং পুরসভার দখল করেছে অনীত থাপার (Anit Thapa) দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তৃণমূলকে সাথে নিয়েই জয় অর্জন করেছে তাঁরা। এরই মধ্যে বিস্ফোরক বিনয় তামাং।

এদিন সরাসরি দলত্যাগের উচ্চারণ না করলেও, বিনয় জানান, পাহাড়ে গণতন্ত্র বিপন্ন। যে ভাবে দার্জিলিং পুরসভার হাতবদল হল, তা দেশের ঐক্য ও সার। হামরো পার্টির ক্ষমতা কেড়ে যেভাবে পুরসভার দখল করল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, তারই প্রতিবাদে  তৃণমূল থেকে পদত্যাগ করলেন বলে জানিয়েছেন তিঁনি।

দল থেকে সম্পর্ক ত্যাগ করে বিনয় জানিয়েছেন, আজ থেকেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি। দার্জিলিংয়ের গণতন্ত্র বিপন্ন। পাহাড়, তরাই, ডুয়ার্সে শান্তি ফেরাতে রক্ত ঝড়াতেও তৈরি আছি। পাহাড়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সরব বিনয় তামাং। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে কড়া হাতে দুর্নীতি দমনেরও আর্জি জানিয়েছেন তিঁনি।

binay tamang

রাজনৈতিক মহলের একাংশের মতে, অনীত থাপার সঙ্গে খুব একটা মলিন সম্পর্ক ছিল না বিনয় তামাংয়ের । বিনয় পাহাড়ে তৃণমূলের মুখ হওয়া সত্ত্বেও, দল তরফে অনীত থাপাকে অধিক গুরুত্ব দেওয়ায় বিনয় এই সিদ্ধান্তে উন্নীত হয়েছেন বলে মনে করছেন অনেকে। পাশাপাশি জল্পনার মধ্যে বিনয়ের নিজেকে তৃণমূলের থেকে আলাদা করার সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর