বাংলা হান্ট ডেস্ক:শ্রীলঙ্কায় ইস্টার সানডের ধারাবাহিক বিস্ফোরণের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি,রেশ রয়ে গেছে দেশবাসীর মনে। শ্রীলংকা বিস্ফোরণের পর ভারতবাসী সমব্যথী,আবার খানিকটা আতঙ্কিতও বটে।
এর আগেই জানানো হয়েছিল শ্রীলঙ্কা থেকে জঙ্গিরা প্রবেশ করতে পারে ভারতে,বাড়ানো হয়েছে সর্তকতা। বুদ্ধ পূর্ণিমা এ হামলা হতে পারে বলে পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করেছিল প্রশাসন।
এবার দার্জিলিঙে সর্তকতা জারি করল প্রশাসন।গতকাল আইবির হেডকোয়ার্টার থেকে সর্তকতা জারি করা হয়েছে, ভারতের অন্যতম উল্লেখযোগ্য পর্যটককেন্দ্র দার্জিলিঙে।
প্রশাসনের সন্দেহ,কোন মহিলা আত্মঘাতী জঙ্গি মন্দিরে ঢুকে হামলা চালাতে পারে।তো সব ইউনিটকে তৈরি থাকতে নির্দেশ করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে সর্তকতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।