বাংলাহান্ট ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ট্রফি উঠেছে অস্ট্রেলিয়ার হাতে। ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) কাছে ধরাশায়ী হয়েছে ভারত (India)। ভারতের এই হার নিয়ে যখন গোটা দেশ জুড়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, ঠিক তখনই প্রতিবেশী দেশ বাংলাদেশে ভারতের হার নিয়ে চলছে উল্লাস।
রবিবার বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের পর বাংলাদেশের পথে হাজার হাজার মানুষকে দেখা যায় জয় উল্লাস করতে। সেই ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে বাংলাদেশের জনগণ বলছেন, ক্রিকেট বিশ্বকাপ অস্ট্রেলিয়া জেতায় যতটা না তারা খুশি, তার থেকেও বেশি খুশি ভারতের পরাজয়ে।
আরোও পড়ুন : এবার জলের দরে হয়ে যাক রাজস্থান সফর! সঙ্গে থাকছে আরোও ৩ জায়গা, দুর্দান্ত প্যাকেজ IRCTC’র
সমাজ মাধ্যমে এই ভিডিও আগুনের বেগে ছড়িয়ে পড়েছে। অসংখ্য ভিডিওগুলির মধ্যে কয়েকটি ভিডিও বেশ হতাশাজনক বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। ক্রিকেট প্রেমীদের বক্তব্য, খেলায় হার-জিত থাকবে স্বাভাবিক সেটাই। কিন্তু একটি দেশ হেরে গেছে বলে প্রতিবেশী দেশের এই জয় উল্লাস কখনোই বরদাস্ত করা যায় না। এতে আখেরে ক্ষতি হচ্ছে খেলার ঐতিহ্যের।
আরোও পড়ুন : ‘কেষ্ট, বালু, মানিক জেলে, আমি মনে…’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী, পার্থকে নিয়ে যা বললেন, তোলপাড়
ক্রিকেট বিশ্বকাপে ভারতের পরাজয়ের ফলে বাংলাদেশীদের এই আবেগ উল্লাস মোটেও ভালো চোখে নেয়নি বিসিসিআই-ও। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ আইপিএলের বাংলাদেশী খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। এবার পশ্চিমবঙ্গের একটি হোটেল বাংলাদেশী পর্যটকদের জন্য কড়া ব্যবস্থা নিল।
দার্জিলিং এ অবস্থিত Royoporus Taktsang নামক একটি হোটেল তাদের সোশ্যাল মিডিয়া পেজে লিখেছে, “অনির্দিষ্টকালের জন্য আমাদের হোটেলে বাংলাদেশী ট্যুরিস্টদের বুকিং বন্ধ রাখা হল।” তাৎপর্যপূর্ণভাবে এই পোস্টের একদম উপরে দেওয়া হয়েছে ভারতের জাতীয় পতাকার ইমোজি। এর থেকে স্পষ্ট যে ভারতের হারে বাংলাদেশীদের যে জয় উল্লাস দেখা গেছে, তার পাল্টা হিসেবেই এই হোটেল এমন সিদ্ধান্ত নিয়েছে।