বাংলাহান্ট ডেস্ক : নারী স্বাধীনতায় অনেকটাই এগিয়েছে দেশ। কিন্তু তারপরও বারংবার ধর্ষণের ঘটনা যেন তোলপাড় তুলেছে সমগ্র দেশেই। ফের একবার রাজধানীর সাথে জুড়ে গেল এক ভয়াবহ নারকীয় অত্যাচারের ঘটনা। দার্জিলিংয়ের বাসিন্দা এক মহিলা সাত দিন ধরে ধর্ষণের শিকার হয়েছেন বলেই প্রকাশ্যে অভিযোগ উঠেছে।
অমানুষিক মারধরের পাশাপাশি গায়ে গরম ডাল ঢেলে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই অবশ্য অভিযুক্তকে ২ ফেব্রুয়ারি গ্রেফতার করেছে রাজধানীর পুলিশ। সূত্রের খবর, ২৮ বছর বয়সী ওই অভিযুক্তের নাম পরস। ফোনের মাধ্যমে দার্জিলিংয়ের ওই তরুণীর সঙ্গে তার যোগাযোগ বাড়তে থাকলে তিনিই তরুণীকে রাজধানীতে আসার জন্য উৎসাহিত করেন।
আরোও পড়ুন : এই প্রথমবার ভারতে TATA-র অর্থের হিসেব ছাড়াল ৩০ লাখ কোটি! সোনায় সোহাগা TCS-র
তারা থাকছিলেন রাজধানীর নেব সরাইয়ের রাজু পার্ক এলাকায় একটি ভাড়াবাড়িতে। উত্তরাখণ্ডের বাসিন্দা এই যুবকটি কাজের আশায় বেশ কয়েক বছর আগে দিল্লিতে চলে এসেছিল। পুলিশের এক কর্তা জানিয়েছেন, গত জানুয়ারি মাসে দার্জিলিঙের বাসিন্দা বেঙ্গালুরুতে একটি বাড়িতে পরিচারিকার চাকরি পেয়েছিলেন। এক কথায় বলা যায়, অচেনা বন্ধুকে চিনতে না পারায় কাল হয়েছিল তরুণীকে।
আরোও পড়ুন : ভারতের ‘বিস্ময়’ এই কৃষক পুত্র! ১৩ বছরেই IIT, আজ কর্মরত Apple’এ, কাহিনী অনুপ্রেরণা জোগাবে
গত ৩০ জানুয়ারি পরসের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে থানায় ফোন করেছিল মহিলা। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। উদ্ধারের সময় মহিলার শরীরের একাধিক স্থানে ছিল ক্ষতের চিহ্ন। এরপর তাঁকে দিল্লির এইমসে ভর্তি করে পুলিশ। মহিলা শারীরিক ভাবে সক্ষম হওয়ার জন্য তার জবানবন্দি নেওয়া হয়।
সেই সময় পুলিশের কাছে ধর্ষণ ও অত্যাচারের কথা স্বীকার করেছিলেন তরুণী। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩৭৬ (ধর্ষণ) এবং ৩৭৭ ধারায় একটি মামলা রুজু করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত। তবে, এই ঘটনাটিকে কেন্দ্র করে রাজধানীতে যে শোরগোল শুরু হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য।