টানা ২ দিন লেট করবে দার্জিলিং মেল! রুট চেঞ্জ করবে উত্তরবঙ্গের বহু ট্রেন, আগেভাগেই দেখুন চার্ট

বাংলাহান্ট ডেস্ক: রেলের পক্ষ থেকে বড় আপটেড উঠে আসছে দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনকে নিয়ে। দার্জিলিং মেল, সরাইঘাট এক্সপ্রেস-সহ আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন নির্দিষ্ট সময়সূচি থেকে দেরিতে চলাচল করবে।উত্তরবঙ্গ এক্সপ্রেস গৌড় এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের পথ বদল করা হয়েছে। 

পাশাপাশি বাতিল করা হয়েছে বর্ধমান- হাওড়া রুটে দুই জোড়া লোকাল ট্রেন। রেলের পক্ষ থেকে এই বদল করা হয়েছে দুই দিনের জন্য। ওভার হেড ইলেকট্রিক লাইনের রক্ষণাবেক্ষণের কাজ হবে হাওড়া ডিভিশনের শক্তিগড়- বর্ধমান স্টেশনের মাঝে। রেল জানিয়েছে, ওভার হেড ইলেকট্রিক লাইনের কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে  ২৪ ও ২৫ জানুয়ারি।

আরোও পড়ুন : ভুলে যান ফিক্সড ডিপোজিট! মাসে ২৫ হাজার টাকা মিলবে পোস্ট অফিসের এই স্কিমে, আজই করুন বিনিয়োগ

এই দুইদিন ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কারণে ঘুরপথে চালানো হবে কিছু ট্রেন। এছাড়াও এই দুদিন বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। বর্ধমান থেকে ২৪ ও ২৫ জানুয়ারি বাতিল হয়েছে ৩৬৮১২,৩৭৮১২, হাওড়া থেকে ৩৬৮১১, ৩৭৮১১ নম্বর ট্রেন। ১৩১৪৮ বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১৩১৫৪ মালদহ টাউন – শিয়ালদহ গৌর এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে।

Darjeeling mail

ফারাক্কা-আজিমগঞ্জ- কাটোয়া হয়ে নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোডে স্টপেজ দিয়ে এই ট্রেন দুটিকে ঘুরিয়ে আজিমগঞ্জ থেকে কাটোয়া করা হবে রুট। ১২৩০৮ যোধপুর – হাওড়া এক্সপ্রেস এই দুদিন ৪৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও ২৫ মিনিট করে নিয়ন্ত্রণ করা হবে ১২৩৬০ পাটনা – কলকাতা গরীব রথ এক্সপ্রেস, ২২২১৪ পাটনা – শালিমার দুরন্ত এক্সপ্রেস, ১২৩৪৪ হলদিবাড়ি – শিয়ালদহ দার্জিলিং মেল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর