বাংলাহান্ট ডেস্ক : স্কুল ছাত্রীকে খুন এবং ধর্ষণের (Rape Case) ঘটনায় সর্বোচ্চ সাজা হল অভিযুক্তের। দার্জিলিং (Darjeeling) জেলার মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ (Rape Case) এবং খুনের পাশবিক ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি মহকুমা আদালত। আজ, শনিবার ফাঁসির সাজা শোনানো হল অভিযুক্তকে।
গত বছর ঘটে ধর্ষণ (Rape Case) এবং খুনের ঘটনা
দার্জিলিং এর মাটিগাড়ায় এই ধর্ষণ (Rape Case) এবং খুনের ঘটনা ঘটেছিল গত বছরের ২১ শে অগাস্ট। একাদশ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে মাথা থেঁতলে খুনের ঘটনা সে সময় নাড়া দিয়েছিল গোটা রাজ্যকে। নাবালিকা ছাত্রীর উপরে অত্যাচারের নৃশংসতা শিহরণ জাগিয়েছিল রাজ্যবাসীর মনে। সেই ঘটনায় পরে গ্রেফতার করা হয় মহম্মদ আব্বাস নামে এক ব্যক্তিকে।
আরো পড়ুন : Serial: টুইস্ট এনেও ফেরানো গেল না দর্শক, পতন ঘনিয়ে আসছে প্রাক্তন টপার সিরিয়ালের
সর্বোচ্চ সাজা দোষীর
শিলিগুড়ি মহকুমা আদালতের তরফে বৃহস্পতিবার মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবারেই দোষীর সাজা শোনানোর কথা ছিল। এদিন সরকার পক্ষের আইনজীবীর তরফে বিভিন্ন ঘটনার নজির উত্থাপন করে ফাঁসির সাজার পক্ষে সওয়াল করেন। পালটা অপরাধী আব্বাসের আইনজীবী তাঁর বাড়িতে বৃদ্ধা মায়ের কথা বলে সর্বোচ্চ সাজা রদ করার আবেদন জানান।
আরো পড়ুন : Sreemoyee Chattoraj: কাঞ্চনই দিতে পারছেন না, ‘ঈশ্বরের কাছে কী চাইব!’ কীসের এত অভিমান শ্রীময়ীর?
শনিবার অবশেষে আব্বাসকে ফাঁসির (Rape Case) সাজা শোনায় আদালত। স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনার ১ বছর ১৪ দিনের মাথাতেই অপরাধীর সাজা শোনানো হল। এই ঘটনায় বিচার ব্যবস্থার উপরে আস্থা ফিরে এসেছে জনগণের।
একটি খুন এবং ধর্ষণের ঘটনা নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, বিচারের দাবিতে প্রতিদিন মিছিল, রাত দখলের জমায়েত হচ্ছে, তখন রাজ্যের অন্য প্রান্তে আরেকটি ঘটনায় দোষীর সর্বোচ্চ সাজা আন্দোলনকারীদের আশায় যে বলের সঞ্চার করেছে তা বলা বাহুল্য।