বাংলাহান্ট ডেস্ক : ফের পাহাড়ের পর্যটকদের জন্য চালু হল টয়ট্রেন। ‘কু ঝিক ঝিক’ শব্দে ধোঁয়া উড়িয়ে পাহাড়ের গা বেয়ে ছুটে চলেছে দার্জিলিংয়ের ঐতিহ্য টয়ট্রেন। টয়ট্রেনে (Toy Train) চেপে পাহাড়ের মনোগ্রাহী দৃশ্য দেখার জন্য প্রথমদিন থেকেই পর্যটকদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তুমুল উৎসাহ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বলছে, যে বিপুল পরিমাণ যাত্রী চাহিদা রয়েছে, তাতে স্টেশনে গিয়ে টয়ট্রেনের টিকিট কাটতে চাইলে হতাশ হতে পারেন।
ফের ট্রয়ট্রেন (Toy Train) চালু দার্জিলিংয়ে
তাই আগাম টিকিট বুকিং করতে হবে আইআরসিটিসির (IRCTC) ওয়েবসাইট থেকে।কম্পিউটারাইজড রিজার্ভেশন কাউন্টার থেকেও বুকিং করতে পারেন। স্পটে গিয়ে টিকিট কাটার অপশন থাকলেও তা এড়িয়ে যাওয়াই ভালো। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দার্জিলিঙে (Darjeeling) ২ ধরনের টয়ট্রেন চালিয়ে থাকে। জয় রাইড ও রেগুলার রাইড করতে পারেন যাত্রীরা। ডিজেল চালিত ও বাষ্প চালিত ট্রেন রয়েছে জয় রাইডে।
আরোও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া খবর! ১০০০ অতীত, এবার মিলবে ২০০০ টাকা? জোর শোরগোল
ডিজেল চালিত টয়ট্রেনের (Toy Train) ভাড়া ১০০০ টাকা ও বাষ্প চালিত টয়ট্রেনের ভাড়া ১৬০০ টাকা। রেগুলার রাইডের ভাড়া পড়ে ৪৫০ থেকে ১৪২০ টাকা। জানা গেছে, প্রতিদিন সকাল ১০ টায় নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ছে টয়ট্রেন। অন্যদিকে দার্জিলিং থেকে টয়ট্রেন ছাড়ছে সকাল ৯টায়। বর্ষায় এক নাগাড়ে বৃষ্টির ফলে পাহাড়ের একাধিক জায়গায় দেখা দেয় ধস। এই পরিস্থিতিতে জুলাই মাস থেকে পাহাড়ে বন্ধ করে দেওয়া হয় টয়ট্রেন।
লাইন মেরামত করে রেলওয়ে চেয়েছিল পুজোর আগেই টয়ট্রেন পরিষেবা চালু করে দিতে। পুজোর সময় পাহাড়ের পর্যটকদের (Tourist) অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে টয়ট্রেন। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। অবশেষে চার মাস বন্ধ থাকার পর গত রবিবার থেকে ফের চালু করা হয়েছে টয়ট্রেন। পুরনো মেজাজেই শুরুর দিন থেকেই যাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো।