গরমের ছুটিতেই তৈরী হল নতুন রেকর্ড! আয়ের নিরিখে ইতিহাস গড়ল দার্জিলিং চিড়িয়াখানা

   

বাংলা হান্ট ডেস্ক: এমনিতে ভ্রমণ পিপাসু বাঙালির প্রায় সারা বছরই পায়ের তলায় থাকে সরষে। সুযোগ পেলেই তাই পাহাড় প্রেমী বাঙালি ছোটেন পাহাড়ে। আর এবছর সমতলে যে হারে গরম পড়েছে তাতে দিনে দিনে রেকর্ড মাত্রায় দার্জিলিংয়ে (Darjeeling) ভিড় বাড়ছে পর্যটকদের।তাই গরমের ছুটি পড়তেই ব্যাগ-পত্র গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন সকলেই।

আর এবার এই ভ্রমণ পিপাসু পর্যটকদের হাত ধরেই দার্জিলিংয়ে চিড়িয়াখানায় (Darjeeling Zoo) তৈরি হল এক নতুন রেকর্ড।যা ভেঙে দিয়েছে তাদের পুরনো সমস্ত রেকর্ডকে। শুক্রবার দর্শক সংখ্যার নিরিখে পুরনো সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়ে এক নতুন ইতিহাস (New Record) তৈরি করেছে দার্জিলিংয়ের বিখ্যাত পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানা।

জানলে অবাক হবেন সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার দার্জিলিং-র এই চিড়িয়াখানায় বিক্রি হয়েছে এক হাজার নয়, দু’হাজার কিংবা তিন হাজার-ও নয় মোট ৭ হাজার ২৫২ টি টিকিট।আর এই বিপুল টিকিট থেকে দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষের আয় হয়েছে মোট ৫ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা।

যা একদিনের আয়ের নিরিখে সর্বকালের সেরা। কারণ দার্জিলিং চিড়িয়াখানার এই আয় ভেঙে দিয়েছে তাদের পুরনো সমস্ত রেকর্ড। এমনটাই  জানিয়েছেন এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রসঙ্গত ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই দার্জিলিং চিড়িয়াখানাটি শুধু ভারতের নয় গোটা পৃথিবীর উচ্চতম চিড়িয়াখানা।

আরও পড়ুন: কাজ করছে না ট্রেনের এসি! অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় জানলার কাঁচ ভাঙলেন যাত্রীরা

এই চিড়িয়াখানার উচ্চতা প্রায় ৭৫০০ ফুট। যা মোট ২৭.৩ হেক্টর  জায়গা জুড়ে বিস্তৃত। তবে এখানে বলে রাখি গোটা এই চিড়িয়াখানাই যেতে হয় চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে। তবে এখানে স্নো লেপার্ড থেকে শুরু করে, রেডপান্ডা, হিমালয়ান শিয়াল সহ একাধিক বন্য প্রাণীর ব্রিডিং করানো হচ্ছে। অন্যদিকে, পর্যটকদের দেখার জন্য রাখা হয়েছে বেশ কিছু বন্যপ্রাণীদের।

Zoo

তাছাড়াও রয়েছে বাঘ, ব্ল্যাক লেপার্ড, ব্লু শিপ, গরাল, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার সহ একাধিক প্রাণী। সম্প্রতি এই চিড়িয়াখানায় এসেছে আরও এক জোড়া সাইবেরিয়ান বাঘ। যারা এসেছে সেই সুদুর সাইবেরিয়া থেকে। এছাড়া এখানেই বাস  ইন্ডিয়ান স্যান্ড বোয়া, ইন্ডিয়ান রক পাইথন, রাসেসলস ভাইপারের মতো সরীসৃপ প্রাণীদের।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর