সব ঠিক হয়েও হল না ডিজিটাল-ডেবিউ, স্বস্তিকার বদলে আসন্ন ওয়েব সিরিজে নায়িকা দর্শনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রাতারাতি অভিনেত্রী বদল আসন্ন ওয়েব সিরিজে (web series)। ডিজিটাল প্ল‍্যাটফর্মে অভিষেক করার কথা ছিল স্বস্তিকা দত্তের (swastika dutta)। কিন্তু রাতারাতি নায়িকা বদলে গিয়ে তাঁর বদলে এলেন দর্শনা বণিক (darshana banik)। রূপ প্রোডাকশনের ব‍্যানারে ওয়েব সিরিজ ‘অল্প হলেও সত‍্যি’র শুভ মহরৎ হওয়ার কথা ছিল শুক্রবার। বৃহস্পতিবার রাতেই ওয়েব সিরিজটি থেকে সরে দাঁড়ান স্বস্তিকা।

জানা যাচ্ছে, পরিচালক ও প্রযোজকদের দেওয়া সময়ে স্বস্তিকার শিডিউল মিলছিল না বলেই সিরিজটি থেকে সরে আসেন অভিনেত্রী। এই মুহূর্তে ‘কী করে বলবো তোমায়’ সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। শোনা যাচ্ছে, বড়সড় একটি চমক আসতে চলেছে ওই সিরিয়ালে সেই কারণেই এখন সময় দিতে পারছেন না স্বস্তিকা।


পরিচালক প্রযোজকরা কাজ শুরু করতে চেয়েছিলেন জুলাইতে। কিন্তু আগস্ট সেপ্টেম্বরের আগে একেবারেই ফাঁকা নন বলেই জানিয়েছেন স্বস্তিকা। অভিনেত্রী আরো বলেছেন, তিনি কোনো চুক্তিতে সই করেননি। শুধু মুখে সম্মতি জানিয়েছিলেন। কিন্তু এখন শিডিউল ফাঁকা না থাকায় তিনি পিছিয়ে আসতে বাধ‍্য হয়েছেন।

অপরদিকে সিরিজের পরিচালক সৌম‍্যদীপ আদক বলেন, এটা তাঁদেরই ভুল যে স্বস্তিকার মৌখিক সম্মতি মেনেই এত দূর এগিয়ে গিয়েছিলেন তাঁরা। তবে বৃহস্পতিবার স্বস্তিকা তাঁর সিদ্ধান্ত জানাতেই দর্শনার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। দর্শনার বিপরীতে সৌরভ দাস অভিনয় করছেন ওই সিরিজে। এছাড়াও দেখা যাবে ঋষভ বসু এবং সৃজনী মিত্রকে।


বড়পর্দা দিয়েই অভিনয় জগতে প্রবেশ স্বস্তিকার তবে এই মুহূর্তে ছোটপর্দাতেই দেখা যাচ্ছে স্বস্তিকাকে। ‘রাধিকা’র বেশে সবাইকে মুগ্ধ করে রেখেছেন অভিনেত্রী। ২০১৫ সালে বনি কৌশানি অভিনীত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন স্বস্তিকা। এরপর একে একে ভজ গোবিন্দ ও বিজয়িনী সিরিয়ালে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর

X