ভোজপুরি নায়ক পবন সিং এর কোলে বসে দর্শনা! ‘বাঙালি জাতির লজ্জা’, ধিক্কার নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক : বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা এখন শুধু বাংলাতেই আটকে নেই আর। বলিউডের সঙ্গে সঙ্গে তেলুগু, তামিল ইন্ডাস্ট্রিতেও ধীরে ধীরে দাপট জমাতে দেখা যাচ্ছে অনেককে। এবার দর্শনা বণিক (Darshana Banik) সকলকে ছাপিয়ে পৌঁছে গেলেন ভোজপুরি ইন্ডাস্ট্রিতে। ভোজপুরি সুপারস্টার পবন সিং এর সঙ্গে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করতে চলেছেন বাঙালি কন্যে। এদিকে এই নতুন কাজের ঘোষণা করতেই তীব্র তিরস্কারের মুখে পড়তে হয়েছে দর্শনাকে (Darshana Banik)।

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন দর্শনা (Darshana Banik)

ব্যাপারটা খোলসা করেই বলা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মিউজিক ভিডিওর পোস্টার শেয়ার করেছেন দর্শনা (Darshana Banik)। ভোজপুরি মিউজিক ভিডিওটির নাম ‘আও রাজা’। পোস্টারের ছবিতে দেখা গিয়েছে, ‘পাওয়ার স্টার’ পবনের কোলে বসে রয়েছেন দর্শনা (Darshana Banik)। এক হাত দিয়ে অভিনেতার গলা জড়িয়ে ধরেছেন তিনি। অপর হাতে পবনের হাত। গানও গেয়েছেন পবন। পোস্টার শেয়ার করে দর্শনা লিখেছেন, ‘খুব শীঘ্রই আসছে’।

Darshana banik trolled for dancing in bhojpuri song

দর্শনার মন্তব্যে তুঙ্গে বিতর্ক: কিন্তু এই পোস্টার দেখেই চটেছেন নেটিজেনরা। একজন সরাসরি কটাক্ষ করে লিখেছেন, ‘একদিকে এই পবন সিং বাঙালি মেয়েদের তার গানে অবজেক্টিফাই করছে, আর আপনি তার গানে নাচছেন। মান সম্মান লজ্জা একেবারে বিসর্জন দিয়েছেন। নিজেকে আর বাঙালি বলবেন না’। পালটা দর্শনা (Darshana Banik) সপাটে উত্তর দেন, ‘নিজের চরকায় তেল দিন’।

আরো পড়ুন : ভারতে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলা ক্ষুব্ধ জনতার! বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ নয়াদিল্লির

ধিক্কার দিয়েছেন নেটিজেনরা: অভিনেত্রীর এই উত্তর যেন আগুনে ঘি দেয়। কমেন্টের স্ক্রিনশট তুলে এক ব্যক্তি ক্ষোভ উগরে দিয়েছেন টুইটে। তিনি লিখেছেন, ভোজপুরি পর্ন স্টার পাওয়ান সিং ‘বাঙ্গালী নারী নিয়ে নোংরা গান বানিয়ে বাঙালির অপমান করেছে যা নিয়ে বহু প্রতিবাদ করেছে। অন্যদিকে বাংলার অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik) এই পাওয়ান সিং এর সঙ্গে নাচের ভিডিও রিলিজ করছে। দর্শনা বণিক বাঙালি জাতির একটা লজ্জা।’ অনেকেই দর্শনার এমন কাজ নিয়ে ক্ষোভ, বিরক্তি উপরে দিয়েছেন।

আরো পড়ুন : ফের বাড়বে শক্তি! ভারতের নৌসেনায় জুড়বে আরও ২৬টি রাফাল, এই দেশের সাথে চূড়ান্ত হতে চলেছে চুক্তি

একজন দর্শনার পোস্টে লিখেছেন, ‘আপনি শেষ পর্যন্ত ভোজপুরি ইন্ডাস্ট্রির এমন একটা নোংরা লোকের সাথে শুধু পয়সার জন্য তার তালে নাচবেন এটা আশা করিনি।’ আবার আরেকজন লিখেছেন, ‘এরাই আবার বলবে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আর নিজে ভোজপুরির কোলে বসে পড়বে। এই নোংরা পবন সিং যে কিনা বাঙালি নারীদের নিয়ে কুৎসিত গান লেগে তার গানে নাচতে চলে গেলেন? লজ্জা নেই একটু? থাকবেই বা কী করে। ছিঃ বাঙালি নারী হিসেবে নিজেকে পরিচয় দেবেন না’। তবে জোর সমালোচনা সত্ত্বেও আর কোনো মন্তব্যের উত্তর দেননি দর্শনা।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর