বাংলাহান্ট ডেস্ক: আমির খানের ‘তারে জমিন পর’ (taare zameen par) দেখেননি এমন সিনেপ্রেমী সম্ভবত কেউই নেই। অভিনেতার কেরিয়ারে অন্যতম সফল এবং স্মরণীয় একটি ছবি। ছবিটি আরো স্মরণীয় হয়ে রয়েছে দর্শিল সাফারির (darsheel safary) জন্য। সেই যে ডাগর চোখের ছোট্ট দাঁতউঁচু ছেলেটা ঈশান অবস্তি, তারই আসল নাম দর্শিল।
ডিসলেক্সিয়া নামে একটি জটিল মানসিক রোগে আক্রান্ত আট বছর বয়সী শিশুর চরিত্রে অভিনয় করেছিল দর্শিল। আমিরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিল সে। বলা চলে অভিনয় দিয়ে আমিরকে ছাপিয়েই গিয়েছিল পর্দার ঈশান। বহু সিনেপ্রেমী এবং ফিল্ম সমালোচকদের প্রশংসা কুড়িয়েও বলিউড থেকে হারিয়েই যায় দর্শিল। শেষবার সুস্মিতা সেন কন্যা রেনের ডেবিউ ছবি ‘সুট্টাবাজি’তে দেখা গিয়েছিল তাকে।
সেই ছোট্ট দর্শিল আজ ২৩ বছরের তরুণ। মিষ্টি ছেলেটার হ্যান্ডসাম লুক এখন মন কেড়ে নিচ্ছে বহু নারীর হৃদয়। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকে দর্শিল। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ছুঁয়েছে। মাঝে মাঝেই ছবি, ভিডিও শেয়ার করতে থাকে দর্শিল। তার মধ্যে তারে জমিন পর এর স্মৃতিও থাকে।
তারে জমিন পর এর দৌলতে জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে গিয়েছিল তার। দর্শিলের কথায়, “তারে জমিন পর খুব হিট হয়েছিল। কিন্তু আমার পরিবারের সঙ্গে সম্পর্কটা একই রকম ছিল। আমার বোন তখন খুব ছোট ছিল। ও যখনি কাঁদত আমার মন গলে যেত। ও বুঝত না আমি কী করছি বা আমি কতটা জনপ্রিয়। আমার বাবা মা শেষে আমাকে বাড়িতেই বন্দি করে দিল।”
এরপর বম বম বোলে, যক্ষমন, মিডনাইটস চিলড্রেন এর মতো ছবিতেও দেখা গিয়েছিল দর্শিলকে। তবে কোনোটাই তারে জমিন পর এর মতো জনপ্রিয়তা পায়নি। আগামীতে নতুন ছবির ঘোষনাও করেছে দর্শিল। সেই ছবিরই প্রস্তুতি চলছে আপাতত।