দশমীতে ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দোসর ঝড়! শেষ লগ্নে পুজো পন্ড হওয়ার আশঙ্কা

বাংলাহান্ট ডেস্ক : আজ মহানবমী। পূজোর শেষ লগ্ন চলছে বলাই যায়। কিন্তু পুজোর শেষ লগ্নে এসে অশুর হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অতি গভীর নিম্নচাপ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর সোমবার সকাল ৮ টা ৩০ মিনিটে অবস্থান করছে। উত্তর-পূর্ব দিকে সেই ঘূর্ণিঝড়টি শেষ ছ’ ঘন্টায় ১৩ কিলোমিটার বেগে সৃষ্টি হয়েছে।

আপাতত এই নিম্নচাপের অবস্থান ওড়িশার পারাদ্বীপের দক্ষিণে ৩৬০ কিলোমিটার, পশ্চিমবঙ্গের দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৫১০ কিমি এবং বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৬৬০ কিমি দূরে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অগ্রসর হবে উত্তর ও উত্তর-পূর্বদিকে।

তারপর খেপুপাড়া এবং চট্টগ্রামের উপর দিয়ে একাদশীর দিন (২৫ অক্টোবর) সন্ধ্যায় পার করবে বাংলাদেশ উপকূল। সেই সময় কিছুটা শক্তি ক্ষয় হবে ঘূর্ণিঝড়ের। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় পরিণত হবে গভীর নিম্নচাপে। নবমীর দিন সন্ধ্যায় আলিপুর হাওয়া অফিস পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দশমীর দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এরসাথে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং হাওড়ার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল।

durga puja weather

হাওয়া অফিস একই সাথে জানিয়েছে, ২৪ ও ২৫ অক্টোবর ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গ উপকূল বরাবর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।  সব মিলিয়ে বলা যায়, পুজো শেষ মুহূর্তে এসে নষ্ট হতে চলেছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর