বাংলা হান্ট ডেস্কঃ চাকরির বাজার ভীষণ খারাপ! বর্তমান সময়ে বহু মানুষের মুখেই শোনা যায় একথা। মাথার ঘাম পায়ে ফেলেও চাকরি (Job) জোটানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে এখন। যে কারণে ঝুলি ভর্তি ডিগ্রি নিয়েও বেকার হয়ে বসে আছেন বহু যুবক যুবতী। এই আবহে নিয়োগ নিয়ে সামনে আসছে বড় খবর। ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত সেই বিজ্ঞপ্তি (Job Recruitment) প্রকাশিত হয়েছে।
কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (Job Recruitment)?
বর্তমান সময়ে চাকরির চাহিদার নিরিখে কর্মসংস্থানের সুযোগ বেশ কম। সেই কারণে বহু শিক্ষিত যুবক যুবতী এখনও চাকরির আশায় হন্যে হয়ে ঘুরছেন। এই আবহে সম্প্রতি ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের তরফ থেকে এই নিয়োগ করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি (Job Recruitment) থেকে জানা যাচ্ছে, সংশ্লিষ্ট পদে শূন্যপদের সংখ্যা ০১টি। এই পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক, তাঁদের একটি নির্দিষ্ট বয়সসীমার হতে হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সি প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারেন। নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন হবে ১৬,০০০ টাকা।
আরও পড়ুনঃ অবিলম্বে বন্ধ করতে হবে! পুরসভার ভূমিকায় ‘ক্ষুব্ধ’! কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট
এই পদে চাকরি করতে গেলে কতখানি শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) থাকতে হবে সেটাও ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ডেটা এন্ট্রি পদে চাকরি করতে গেলে আবেদনকারী প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে। সেই সঙ্গেই তাঁর আলাদা করে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। আবেদনকারী প্রার্থীর কম্পিউটার কোর্স করা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং দক্ষতা চাওয়া হয়েছে বলে খবর। সেই সঙ্গেই আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
উক্ত পদে আবেদন (Job Recruitment) করতে গেলে প্রার্থীর বেশ কিছু নথিপত্র লাগবে। আবেদনকারীর আধার কার্ড, ভোটার আইডি, বয়সের প্রমাণপত্র, মার্কশিট, অভিজ্ঞতার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট ও পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ইচ্ছুক প্রার্থীকে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর তা যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।