বাংলা হান্ট ডেস্কঃ আপনার যদি মনের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে, তবে আপনি সাফল্য পাবেনই। সিরসা জেলার ডাবওয়ালি শহরের আরতি তা প্রমাণ করে দেখালেন। কিছুদিন আগে দেওয়া পুলিশের পরীক্ষায় ক্লিয়ার করে বর্তমানে আরতি হরিয়ানা পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নির্বাচিত হয়েছেন।
আরতির চাকরি পাওয়ার খবরে আনন্দে আত্মহারা হয়ে ওঠে সেই এলাকার মানুষজন এবং তাঁর আত্মীয়রা। গভীর রাতে যখন আরতি পুলিশের পোশাক পড়ে বাড়িতে আসেন, তখন তাঁকে দেখে উৎসাহে সামিল হয় সেই এলাকার বাসিন্দারা। এত বড় মাপের সাফল্য অর্জনের পর মিডিয়া যখন আরতির সামনে উপস্থিত হয় তখন প্রথমে লজ্জিত হয়ে যান আরতি। তবে তাঁর পাড়ার মানুষজনের আনন্দ ছিল দেখার মতো এবং তাঁর পরিবারের লোকজন হরিয়ানা সরকারকে তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে।
সদ্য সাব ইন্সপেক্টর হওয়া আরতির বাবাকে তাঁর মেয়ের সাফল্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি মেয়ের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি বলেন, গত ৩৫ বছর ধরে তিনি জুতো বানানোর কাজ করে সংসার চালান। ফলে খুব কষ্টেই তাঁদের সংসার চলত বলে জানিয়েছেন তিনি।
এছাড়াও তিনি বলেন, তাঁর তিন সন্তানের মধ্যে দুই মেয়ের বি.এ পড়া শেষ হয়েছে এবং একটি ছেলে তার বি.এ ডিগ্রি নিয়ে পড়াশোনা করছে। এবং মেয়ের প্রশংসা করে তিনি বলেন যে, অতি অল্প আয়ের মাঝেও আরতি দিন-রাত কঠোর পরিশ্রম করে এবং চেষ্টার মাধ্যমে আজ সাব-ইন্সপেক্টর পদে নির্বাচিত হয়েছে। ফলে বলাই যায়, আরতির এই স্বপ্ন পূরণের ফলে তাঁর পরিবার এবং পাড়ার লোকেদের আনন্দের সকল সীমা ছাড়িয়েছে।