দুর্গা সাজায় কট্টরপন্থীদের নিশানায় শামি কন্যা, ‘এসব পাত্তা দিই না’ বললেন মা হাসিন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন বাদেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। বুধবার ছিল মহালায়া, পিতৃপক্ষের অবসানে শুভ সূচনা হয়েছে দেবীপক্ষের। আর এই দেবীপক্ষের শুভ সূচনাতেই কট্টরপন্থীদের চরম সমালোচনার মুখে পড়তে হল ভারতীয় দলের তারকা পেসার মোহাম্মদ শামির কন্যা আইরা শামিকে। কিন্তু কেন এরকম চরম ট্রোলিংয়ের নিশানা হতে হচ্ছে এই বাচ্ছা মেয়েটিকে?

মোহাম্মদ শামির সঙ্গে বিবাহ-বিচ্ছেদের মামলা শুরু হওয়ার পর থেকেই কন্যা আইরা শামিকে নিয়ে আলাদা থাকেন মা হাসিন জাহান। বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ মা ও মেয়ে। একাধিক ছবি, নাচের ভিডিও তাদের শেয়ার করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। যা নিয়ে এর আগেও সমালোচনার মুখে পড়েছেন হাসিন। নেটিজেনদের ভাষায় তাদের পোশাক ভীষণ বোল্ড। যা দেখে অনেকেই সমালোচনায় বিদ্ধ করেন হাসিন জাহানকে। তবে এবার তেমন কিছুই ঘটেনি, বরং লাল টুকটুকে শাড়ি পড়ে সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে এসেছিলেন একরত্তি আইরা। তবে কেন এই সমালোচনা?

আসলে গতকাল মহালয়ার ফটোশুটের জন্য মেয়েকে দুর্গা সাজিয়েছিলেন হাসিন। একরত্তি আইরাকে দেখা যায় অস্ত্রহাতে মহিষাসুর বধ করতে। আর তাতেই রেগে লাল নেটিজেনদের একাংশ। উল্লেখ্য এর আগেও দোলযাত্রা শুভেচ্ছা জানাতে গিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন হাসিন। এবার ফের সামনে এলো ধর্ম, মুসলিম মেয়ে দুর্গা সাজায় ক্ষোভ উগরে দিলেন কট্টরপন্থীরা। হাসিন অবশ্য এসব ঘটনাকে একটুও পাত্তা দিতে রাজি নন।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি চাই না আইরার ধর্ম নিয়ে কোনও ছুৎমার্গ থাকুক। ও নাচতে ভালবাসে। প্রত্যেক উৎসবে নাচে, উদযাপন করে। সব ধর্মের অনুষ্ঠানে সামিল হয়। ওকে এভাবেই বড় করতে চাই।” নিজেও ছোটবেলায় স্কুলে নাটক করতে গিয়ে যে তিনি ও দুর্গার সেজেছেন একাধিকবার, একথাও জানান হাসিন। সাথে সাথেই তিনি বলেন, “একা লড়াই করতে করতে মানসিকভাবে পোক্ত হয়ে গিয়েছি। এখন আর এসবের তোয়াক্কা করি না।” শামি কন্যার বয়স মাত্র ৬, এমন অবস্থায় সব ধর্মের প্রতি ভালোবাসা গড়ে ওঠাই একমাত্র লক্ষ্য। সেটাই বলছেন হাসিন।

 

সম্পর্কিত খবর

X