বাংলা হান্ট ডেস্ক: মেয়ে নিচ্ছে দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC (Union Public Service Commission)-র প্রস্তুতি। আর সেই পরীক্ষাতেই সফলতা পেতে অটো চালানোর ফাঁকেই তাকে অভিনবভাবে সাহায্য করছেন বাবা। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ছবি প্রকাশিত হয়েছে LinkedIn-এ। যেখানে স্পষ্ট হয়ে গিয়েছে পুরো বিষয়টি। মূলত, এই অবাক করা বিষয়টি প্রত্যক্ষ করেছেন অভিজিৎ মুথা নামের এক যুবক।
জানা গিয়েছে, সম্প্রতি অভিজিৎ তাঁর গন্তব্যে পৌঁছনোর জন্য একটি উবের অটো বুক করেছিলেন। সেই সময়ে রাকেশ নামক এক অটোচালক তাঁকে পৌঁছে দিতে আসেন। এমতাবস্থায়, অটোতে উঠেই অভিজিৎ দেখেন যে, রাকেশ অটো চালাতে চালাতেই একটি ইউটিউব ভিডিও দেখছেন। এমনকি, তাঁর ফাঁকেই রুট ম্যাপেও চোখ বুলিয়ে নিচ্ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই, এই দৃশ্য দেখে অবাক হয়ে যান অটোতে সওয়ার হওয়া যাত্রী অভিজিৎ।
এমনকি, একটা সময়ে কৌতূহলবশত অভিজিৎ রাকেশকে জিজ্ঞেস করে ফেলেন যে, তিনি ইউটিউবে কোন ভিডিওটি দেখছেন? এমতাবস্থায়, রাকেশের জবাবে রীতিমতো স্তম্ভিত হয়ে যান তিনি। মূলত, রাকেশ অভিজিতকে জানান, “এই ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক ঘটনাসমূহের পাশাপাশি অর্থনীতির একাধিক বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়।’’
এদিকে, এই উত্তর পেয়েই অভিজিৎ রাকেশকে ফের জিজ্ঞেস করেন, তিনি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কি না? যার উত্তরে রাকেশ জানান, ‘‘আমার মেয়ে UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তাকে মাঝে মাঝে তার পড়াশোনায় সাহায্য করে দিই। মেয়ে যখন বিকেলে লাইব্রেরি থেকে ফিরে আসে তখন আমরা দু’জনে মিলে নানা বিষয় নিয়ে আলোচনা করি।’’
এমতাবস্থায়, পুরো বিষয়টি জানতে পেরে তা মন ছুঁয়ে যায় অভিজিতের। পাশাপাশি, তিনি এই ঘটনাটি LinkedIn মারফত সকলের সামনে তুলে ধরেন। এদিকে, অভিজিতের এই পোস্টটি নেটমাধ্যম তুমুল সাড়া ফেলে দেয়। পাশাপাশি, নেটিজেনরা তাঁর এই পোস্টের পরিপ্রেক্ষিতে নিজেদের মতামতও জানান। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এক নেটাগরিকের প্রশ্নের উত্তরে অভিজিৎ জানিয়েছেন যে, রাকেশ ইউটিউব ভিডিও দেখলেও রাস্তার প্রতিও সজাগ দৃষ্টি বজায় রাখেন। তিনি মূলত, সিগন্যালে দাঁড়ানো অবস্থাতেই ওই ভিডিও দেখে নেন।
প্রসঙ্গত উল্লেখ্য, UPSC হল আমাদের দেশের অন্যতম একটি কঠিন পরীক্ষা। দেশজুড়ে প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করলেও মাত্র কিছুজনই সাফল্য অর্জন করতে পারেন। এমনকি, বারংবার চেষ্টা করেও অনেকে তাঁদের নির্ধারিত সাফল্য পান না। এমতাবস্থায়, মেয়ের UPSC-র প্রস্তুতিতে রাকেশের এই অভিনবভাবে সাহায্যের বিষয়টি সামনে আসতেই সকলেই তাঁকে কুর্ণিশ জানিয়েছেন।