বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আরব আমিরশাহীতে। নিজেদের ফের একবার যাচাই করে নিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি প্র্যাকটিস ম্যাচ খেলে ফেলেছে ভারতও। বিরাট বাহিনী এই খেলায় ৭ উইকেটে দুরন্ত জয় তুলে নিলেও এই ম্যাচে ব্যাট হাতে দেখা যায়নি রোহিত শর্মাকে। বরং পরিবর্তে সুযোগ পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার ঈশান কিশান। যদিও এই ম্যাচে সুন্দর হাফ সেঞ্চুরি উপহার দিয়েছিলেন ঈশান, কিন্তু বিরাট জানিয়েই রেখেছেন ভারতের হয়ে ওপেনিং করবেন রোহিত শর্মা এবং কেএল রাহুলই।
জানা গিয়েছে আগামী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। এই প্রস্তুতি ম্যাচেই রোহিত সুযোগ পাবেন দুবাইতে নিজেকে ফের একবার যাচাই করে নেওয়ার। তবে এই ম্যাচের আগেই অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এক গুরুতর অভিযোগ আনলেন রোহিত শর্মার বিরুদ্ধে। কার্যত রোহিতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চুরির অভিযোগ আনলেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। যদিও পুরো ঘটনাটাই ঘটেছে মজার ছলে।
আসলে তারকাদের ভিডিও রিলস বা শর্ট ভিডিওগুলি এখন রীতিমতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। এবার তেমনই এক পোস্ট করতে দেখা গেল এই ভারতীয় ওপেনারকেও। নিজের নতুন ভারতীয় জার্সি হাতে নিয়ে এই ভিডিওটি পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায় এক পলকেই নিজের পুরনো ড্রেস বদলে নতুন ভারতীয় জার্সি পড়ে ফেললেন রোহিত। এই ভিডিওর সঙ্গে ক্যাপশনে ভারতীয় ওপেনার লিখেছেন, ‘আমার ভারতীয় নীল জার্সি।’ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওয়ার্নার রোহিতের এই ভিডিওটির নীচেই মন্তব্য করেন, ‘তুমি আমার টিকটকের স্টাইল কপি করছ।’
https://www.instagram.com/reel/CVKy6I7qQrt/?utm_medium=copy_link
শুধু ডেভিড ওয়ার্নার নয়, এই ভিডিওর নিচে মন্তব্য করা হয়েছে যুজবেন্দ্র চাহাল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের তরফেও। একদিকে যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে লেখা হয়েছে ‘টি -টোয়েন্টি বিশ্বকাপের মেজাজ।’ তেমনি অন্যদিকে যুজবেন্দ্র চাহাল একটি মজার মন্তব্য করে লেখেন, ‘বিছানা দুর্বল।’ প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে বিরাট তেমন ফর্মে না থাকায় রোহিতের উপর আরও বড় দায়িত্ব থাকবে ভারতকে ভালো ওপেনিং পার্টনারশিপ উপহার দেওয়ার।