KKR-কে হারানোর পর চুরি যাওয়া ক্রিকেট ব্যাট ফেরত পেলেন দিল্লির ক্রিকেটাররা! মন ছোঁয়া বার্তা দিলেন ওয়ার্নার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ম্যাচের মধ্যে দিয়ে চলতি আইপিএলে (IPL 2023) জয়ের রাস্তায় ফিরেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। গতকাল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। নাইট রাইডার্সকে মাত্র ১২৭ রানের আটকে দেওয়ার পর রাত তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় ডেভিড ওয়ার্নারের (David Warner) দল।

ওয়ার্নার নিজে এই আইপিএলে রানের মধ্যেই ছিলেন। কিন্তু তার ব্যাটিংয়ে দলের কোনও লাভ হচ্ছিলো না। অত্যন্ত ধীর গতিতে রান তোলার অভিযোগ উঠছিল তার বিরুদ্ধে। কিন্তু গতকাল কলকাতা নাইট রাইডার্সের বোলারদের বিরুদ্ধে বেশ আগ্রাসী ব্যাটিং করতেই দেখা গিয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে।

গতকাল রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই উমেশ যাদবদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন তারকা অজি ওপেনার। উল্টো দিক থেকে সংগীতের হারাতে হলেও তার ব্যাট কখনোই থমকে থাকেনি। শেষপর্যন্ত তিনি যখন ৪১ বলে ১১ টি চার সহ ৫৭ রান করে আউট হন তখন দিল্লি এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে যেখান থেকে ম্যাচ হারা আর সম্ভব ছিল না।

এই ম্যাচ জয়ের পরেই আরেকটি সুসংবাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস হিসেবে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের আগে ব্যাঙ্গালোরে আরসিবির বিরুদ্ধে হেরে নিজেদের শহরে ফিরে ছিল দিল্লি ক্যাপিটালস দল। সেই সময় তাদের কয়েকজন ক্রিকেটারের বেশ কিছু ক্রিকেটীয় সরঞ্জাম চুরি গিয়েছিল যা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট।

warner insta

অবশেষে তদন্ত চালিয়ে পুলিশ সেই অপরাধীদের খুঁজে বার করেছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সকলের সঙ্গে সেই সংবাদ ভাগ করে নিয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সামান্য কিছু জিনিস উদ্ধার না করা গেলেও বেশিরভাগ জিনিসই তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সকে হারানো মাত্র যেন সুসময়ও ফিরে এসেছে দিল্লির দরবারে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর