বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল একটি রহস্যময় টুইট করে তার ভক্তদের মধ্যে জল্পনার ঝড় তুলে দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। যদিও নিজেই সব জল্পনায় জল ঢেলে আসল খবর জানিয়ে দিয়েছিলেন। আজ সকালে প্রাক্তন ভারত অধিনায়ক নিজের টিউটোরিয়াল অ্যাপটি লঞ্চ করেছেন, যেটির নাম হলো “ClassPlus”। ছাত্র এবং শিক্ষক উভয়ের জন্যই সমান কার্যকরী এই অ্যাপটি।
টুইটারে সৌরভ গাঙ্গুলি তার এই অ্যাপটি সম্পর্কে বিশদে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে প্রতিভা তৈরি ও লালন-পালনে অবদান রাখেন এমন প্রশিক্ষক এবং শিক্ষাবিদদের তার নিজের তরফ থেকে পাশে দাঁড়াতে চেয়েছিলেন। তার অ্যাপ লঞ্চের পরে করা টুইটটি তুলে ধরা হলো….
Share my new initiative with all the educators, teachers, and coaches and give me an opportunity to help them grow. Link in bio.
I am thankful to @ClassplusApps for helping me with this. pic.twitter.com/J9nTwiiWEJ
— Sourav Ganguly (@SGanguly99) June 2, 2022
সৌরভ গাঙ্গুলী নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, “১৯৯২ সালে ক্রিকেট খেলা শুরু করার পর এবছর তথা ২০২২ এ আমার ক্রিকেট যাত্রার ৩০ বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। বিশেষ করে আপনাদের সকলের প্রচুর সমর্থন পেয়েছি আমি। যেভাবে আপনারা আমার পাশে সব সময় দাঁড়িয়েছেন এবং সমর্থন জুগিয়েছেন, তার জন্য আমি সকল ফ্যানেদের আমার ধন্যবাদ জানাতে চাই। আজ আমি এক নতুন যাত্রা শুরু করতে চলেছি যা অনেক মানুষকে সাহায্য করবে বলে আমার মত। আমি আশা করব, এক্ষেত্রে আপনারা আমাকে সমর্থন করবেন।” এই পোস্ট দেখেই জল্পনা বেড়েছিল যে তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন।
— Sourav Ganguly (@SGanguly99) June 1, 2022
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে এবার শিক্ষাব্যবস্থাকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করবে তার এই উদ্যোগ। খুব দ্রুত নিজের টিমের ব্যক্তিগত প্রচেষ্টায় তিনি বাজারে আনতে চলেছেন একটি বিশ্বব্যাপী টিউটোরিয়াল অ্যাপ। ওই অ্যাপটিতে ছাত্র-ছাত্রীদের সহজ পদ্ধতিতে টিউশনের ব্যবস্থা করা হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, এই অ্যাপটি গোটা বিশ্বের মানুষের জন্য উপলব্ধ থাকবে। আর কাল সেই কথা বলার পর আজই সামনে এলো তার উদ্যোগে প্রস্তুত এই নতুন অ্যাপটি।