বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে, ইচ্ছা থাকলেই উপায় হয়। ইচ্ছাশক্তির কাছে হার মানাতে পারে সমস্ত প্রতিকূলতাকে। সেই কথাই আরও একবার প্রমাণ করে দেখালেন জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর আহমেদ গনি (Umar Ahmed Ghoni)। পেটের টানে দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রম করে চলেছেন তিনি। তবে ভুলে যাননি স্বপ্ন দেখতে। আর্থিক প্রতিবন্ধকতা কখনোই তার স্বপ্নের সামনে পাঁচিল হয়ে দাঁড়ায়নি।
দিনের আলোয় তিনি রং মিস্ত্রি। ভোরবেলায় ঘুম থেকে উঠেই রং এবং ব্রাশ হাতে নিয়ে তিনি বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। সন্ধ্যা পড়তেই ফিরে আসেন বাড়ি। মন দিয়ে করেন পড়াশোনা। কঠিন পরিশ্রমের ফলাফল হাতেনাতে পেয়ে গেলেন উমর আহমেদ গনি। NEET এর মতন কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ব্যাপক সাফল্য পেলেন তিনি। ছেলের সাফল্যে খুশি পরিবারের সদস্যরা।
জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার একটি গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উমর আহমেদ গনি। বাবা দিনমজুর। মা গৃহবধূ। সংসারের হাল ধরতে তাই ছোট থেকেই দিনমজুরের কাজে যুক্ত হতে হয় তাঁকে। তবে ছেড়ে দেননি পড়াশোনা। লেখাপড়া করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তবে আর্থিক প্রতিবন্ধকতার কারণে কোচিং ফি দেওয়ার মতো সামর্থ্য ছিল না। এমনকি অনলাইনে পড়াশোনা করার জন্য ছিল না মোবাইল। এত কিছুর পরেও হেরে যাননি তিনি।
J&K | #Pulwama Youth, Working As #Painter, Clears #NEET
Read More | https://t.co/cbBgDwfrK4 pic.twitter.com/Lp0fphAS8U
— Daily Excelsior (@DailyExcelsior1) June 14, 2023
দিনের বেলার রংমিস্ত্রির কাজ করলেও রাতের অন্ধকারে চালিয়ে গেছেন পড়াশোনা। পেলেন সাফল্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উমর জানান, ‘দিনের বেলা আমি রংমিস্ত্রির কাজ করতাম। বাড়তি টাকা উপার্জনের জন্য আঁকতাম ছবি। তবে সন্ধ্যা হলেই বাড়ি এসে পড়াশোনা করতাম। খুব সকালে কাজে বেরিয়ে পড়তে হতো আমাকে। তবে এই সফলতা আসবে তা ভাবিনি’।
NEET পরীক্ষায় ৬০১ নম্বর পেয়ে পরিবারের নাম উজ্জ্বল করলেন উমর। খুব শীঘ্রই পূরণ হবে তার ডাক্তার হওয়ার স্বপ্ন। হাজার হাজার পড়ুয়াদের কাছে তিনি অনুপ্রেরণা। তাঁর বাস্তব জীবন হার মানাবে বলিউডের সিনেমাকেও। নিজের সফলতা সম্পর্কে বলতে গিয়ে উমর বলেন, ‘আমাদের পরিবারে কেউই সেভাবে শিক্ষিত নয়। তবে আমার সাফল্যে সবাই খুশি’।
উল্লেখ্য, চলতি মাসের ১৩ তারিখ অর্থাৎ গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে NEET UG 2023- এর ফলাফল। চলতি বছর ডাক্তারি প্রবেশিকা এই পরীক্ষায় ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। যাদের মধ্যে প্রায় ১১ লক্ষ ৪৫ হাজার ৯৭৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আর তাদের মধ্যে একজন হলেন জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার ছোট্ট একটি গ্রামের বাসিন্দা উমর আহমেদ গনি।