অমিত সরকার : যুগের পরিবর্তন হয়। ক্রিকেটের ও পরিবর্তন হয় 22 গজে। পরিবর্তনের ইতিহাস খুব একটা কম নয় এখানে। ক্রিকেটের ইতিহাস রচনা করে গেছেন একের পর এক কিংবদন্তি। ইতিহাসের সময়কালে পরিবর্তন হয়েছে প্রেক্ষাপট। কখনো টেস্ট ক্রিকেট কখনো 50 ওভার। কখনো কুড়ি কুড়ি ম্যাচ। বর্তমানে দিন-রাতের টেস্ট ম্যাচ যথেষ্ট মন কাড়বে উৎসুক জনতাদের। আর এই ঐতিহাসিক ম্যাচ কে সাকার করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বর্তমানের প্রধান অধিকর্তা সৌরভ গাঙ্গুলি।
22 শে নভেম্বর থেকে এই টেস্ট হওয়ার কথা। আর এখানেই হাজির থাকবেন দেশের গণ্যমান্য ক্রিকেটপ্রেমীরা। কিন্তু কিছু প্রশ্ন উঠছে লাল বল কে ঘিরে। তার সমস্যার সমাধান করেছেন সৌরভ গাঙ্গুলি নিজের বক্তব্য।
তার অন্যতম কারণ- হিসেবে বলেছেন-
প্রথম কারণঃ লাল বলের চেয়ে গোলাপি বলে ধুলো বেশি লাগার সম্ভাবনা বলে দ্রুত তা নোংরা হয়ে যেতে পারে। তখন বলের রং কালচে হয়ে গিয়ে দেখতে অসুবিধা হতে পারে। সেই সমস্যাকেও মেটানোর চেষ্টা করছেন সংস্থার কর্তারা। দ্বিতীয় চিন্তাটি হল একটি চিন্তা হতে চলেছে শিশির। ২২ নভেম্বর থেকে টেস্ট শুরু ইডেনে। সেই সময় রাতের দিকে ভাল রকম শিশির পড়তে পারে। তার মোকাবিলা করার জন্য বিশেষ স্প্রে ব্যবহার করার পরিকল্পনা করেছে সিএবি। সৌরভ নিজে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, শিশিরের পরিমাণ কমানোর জন্য যা যা পদক্ষেপ করা দরকার, সব করা হবে। এখন দেখার এত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে কিভাবে একটি সার্থক টেস্ট ম্যাচ উপহার দেয় বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন?