বাংলা হান্ট ডেস্ক: এবারের আইপিএলে তিনটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। যার মধ্যে দুটিতে জয় পেয়েছে তারা। মঙ্গলবার রাতে দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার দল। মুম্বইয়ের বোলিং কোচ শেন বন্ড জানিয়েছেন, দিল্লির মতো দলকে হারাতে গেলে তাদের অবশ্যই মাঠে নেমে সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে।
মুম্বই এর মতই দিল্লিও এবার আইপিএলে তিনটি ম্যাচ খেলেছে এবং দুটিতে জয় পেয়েছে। দুটি দল আইপিএলের পয়েন্ট টেবিলে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। দিল্লি প্রসঙ্গে বন্ডের মন্তব্য, ‘ ওদের দলে বেশ কয়েকজন অসম্ভব প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। গতবছর ওরা অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছিল। বিশেষ করে ওদের ব্যাটসম্যানরা বেশ ভালো পারফরম্যান্স মেলে ধরে ছিল। এবারের আইপিএলেও ওরা সূচনা ভালো করেছে। এরকম একটা তরুণ এবং তরতাজা ক্রিকেটার সমৃদ্ধ দলকে হারাতে গেলে মাঠে নেমে আমাদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে। গতবছর ওরা ফাইনালে খেলেছিল। এটা ওদেরকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। আশা করছি দর্শকরা আরও একটি সুন্দর ম্যাচের সাক্ষী থাকবেন।’
গত আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল দিল্লি ও মুম্বই। দেশে রাজনৈতিক রাজধানীকে হারিয়ে খেতাব ঘরে তুলেছিল অর্থনৈতিক রাজধানী শহর। গতবার আইপিএলে চারবার মুখোমুখি হয়েছিল দুই দল। চারবারই বাজিমাত করেছিল রোহিত শর্মার দল। বন্ড এই প্রসঙ্গে বলেছেন,’ আমরা ওদের প্রত্যেক ক্রিকেটারের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করে মাঠে নামি। এই ম্যাচেও সেই রকম ভাবেই মাঠে নামব।’ দিল্লি আগের ম্যাচে পরাজিত করেছে পঞ্জাব কিংসকে। অন্যদিকে মুম্বাই হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে। মঙ্গলবার রাতে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ভারতের ক্রিকেটমহল।