পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিয়ে ১০ ওভার বাকি থাকতেই ম্যাচ ৯ উইকেটে জিতলো দিল্লি ক্যাপিটালস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০শে এপ্রিল বুধবার সন্ধ্যায় আয়োজিত আইপিএল ২০২২-এর ম্যাচে শিবিরে কোভিড-আক্রান্ত দিল্লি ক্যাপিটালস ছন্দে ফিরলো। তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জেরে উড়ে গেল পাঞ্জাব কিংস। দিল্লি দলটির অনুশীলনের ঘাটতি ছিল কিন্তু তাদের স্পিনাররা প্রথমে ব্যাট করতে নাম পাঞ্জাব কিংসকে মাত্র ১১৫ রানে আটকে রাখতে সক্ষম হয়েছিল। তারপর ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ-এর দুরন্ত ব্যাটিংয়ের জেরে ৯ ওভার বাকি থাকতেই দিল্লি ক্যাপিটালস নয় উইকেটে জয় হবে।

প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ভয়ংকর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল (২৪) এবং জিতেশ শর্মা (৩২) বাদে কেউই দাঁড়াতে পারেননি। দিল্লির দুই স্পিনার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব দুর্দান্ত বোলিং করেন এবং দুজনেই ২ উইকেট নেন। অক্ষর তার চার ওভারে মাত্র ১০ রান দেন। তারা ছাড়াও ললিত যাদব এবং খলিল আহমেদ দুটি করে উইকেট নেন। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান নেন একটি উইকেট।

david warner 60

মাত্র ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ-এর সুবাদে দিল্লি ক্যাপিটালস দুর্দান্ত শুরু করেছিল। দুই বিধ্বংসী ওপেনার পাঞ্জাব বোলারদের ওপর ভয়ংকর আক্রমণ করে এবং পাওয়ার প্লে-তেই ৮১ রান তুলে ফেলে। পৃথ্বী শ (৪১) আউট হওয়ার পরে, ওয়ার্নার (৬০*) এবং সরফরাজ খান নিশ্চিত করেন যে ডিসি নেট-রান-রেটে দুর্দান্ত জায়গায় থেকে জয় লাভ করছে।

দিল্লি ক্যাপিটালসের হয়তো মাত্র দুই-তিন ঘণ্টার অনুশীলন করার সুযোগ পেয়েছিল কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের পারফরম্যান্স দেখে তা মনে হয়নি। রাজস্থান বনাম কেকেআর ম্যাচের যে পিচে ৪০০ রান উঠেছিল সেই পিচেই বল হাতে দুরন্ত দিল্লির বোলাররা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর