কাজে এলোনা স্যামসনের লড়াকু ইনিংস, ফের বোলিং আগুনে রাজস্থানকে ঝলসে দিল দিল্লি

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লি ক্যাপিটালসের দুরন্ত বোলিং লাইন আপের কাছে ফের একবার বিধ্বস্ত হল রাজস্থান। ব্যাটিংয়ে আছে সেরকম ফর্ম দেখাতে না পারলেও বোলিংয়ে কার্যত ফের আগুন ঝরালেন অশ্বিন, নকিয়া, রাবাডারা। শনিবার ডবল হেডারের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়েলস। কার্তিক এবং চেতন সাকারিয়ার সামনে আজও ভেঙে পড়েছিল দিল্লির ওপেনিং জুটি। কিন্তু পন্থকে সাথে নিয়ে এদিন ফের একবার একা হাতে দিল্লিকে টানতে থাকেন প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

অবশ্য ২৪ রানের মাথায় আইয়ারের সঙ্গ ছাড়েন পন্থ। এরপর হেটমায়ার এসে হাল ধরেছিলেন ঠিকই, কিন্তু তার ঠিক পরেই ৩২ বলে ৪৩ রানের ইনিংস খেলে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা শ্রেয়াসকে আজ প্যাভিলিয়নের পথ দেখান রাহুল তেওয়াটিয়া। সেভাবে বড় রান করতে না পারলেও ছোট ছোট ইনিংস খেলে এদিন দিল্লিকে ১৫৬ রানের লড়াকু স্কোরে পৌঁছে দিতে যথেষ্ট সাহায্য করেছিলেন হেটমায়ার, ললিত যাদব এবং অক্ষর প্যাটেলরা।

জবাবে ব্যাট করতে নেমে কার্যত শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজস্থান। নকিয়া এবং আবেশ খানের দুরন্ত বোলিংয়ে দ্বিতীয় ওভার শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার জয়সওয়াল এবং লিভিংস্টোন। মিলার, লোমরোর, রিয়ান পরাগ কিম্বা রাহুল তেওয়াটিয়া আজ কার্যত কাউকেই দাঁড়াতে দেননি অশ্বিন, নকিয়া, রাবাডারা। অপর দিক থেকে সঙ্গ না পেলেও আজ শেষ অবধি নিজের লড়াই চালিয়ে গিয়েছিলেন সঞ্জু স্যামসন।

https://twitter.com/IPL/status/1441763615300743180?s=19

মাত্র ১২১ রানেই একদিকে যখন শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস তখন আজ সঞ্জুর একারই সংগ্রহ ৭০। মাত্র ৫৩ বলে আটটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে এই ইনিংস সাজিয়েছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। দিল্লির হয়ে এদিন সর্বাধিক দুটি উইকেট তুলে নেন অনরিখ নকিয়া। এছাড়া রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান এবং কগিসো রাবাডা প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেছেন। এই জয়ের ফলে আপাতত লীগ টেবিলের শীর্ষে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে দশটি ম্যাচে আটটি জয় নিয়ে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। কার্যত এরই সাথে সাথে প্লে অফসে প্রবেশও নিশ্চিত করে ফেলল তারা।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর