দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপে ফিরতে পারেন ডিভিলিয়ার্স, ইঙ্গিত দিলেন নিজেই।

বছর দুয়েক আগে ক্রিকেটপ্রেমীদের মন খারাপ করে ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তারপর তিনি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করেছেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরে আসেননি। এবার নিজেই তার ভক্তদের জন্য সুখবর দিলেন এবি ভিলিয়ার্স। ইঙ্গিত দিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন, তবে এবার শুধু ক্রিকেটার হিসাবে নয় সরাসরি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তিনি ফিরতে চলেছেন। এমনই প্রস্তাব দিয়ে রেখেছে তাকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার হলেন এবি ভিলিয়ার্স। দেশের হয়ে 118 টি টেস্ট, 228 টি ওয়ানডে এবং 78 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সব ফরম্যাটেই দারুণ পারফরম্যান্স করেছেন। কিন্তু 2018 সালের মে মাসে হঠাৎই সকলকে অবাক করে দিয়ে ক্রিকেটপ্রেমীদের দুঃখ দিয়ে ক্রিকেটকে তিনি চিরতরে বিদায় জানিয়েছিলেন। তারপর 2019 বিশ্বকাপের আগে ডিভিলিয়ার্সের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি।

24635744b766682c5efdf1aee1dde97926bcb7d18c817c7f8993da35eca834febcbfab28

একটি টিভি শোতে এসে ডিভিলিয়ার্সের জানিয়েছেন যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আমাকে ফের চাইছে। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আমাকে এবার অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়ে রেখেছেন। এবিডি জানিয়েছেন যে দক্ষিণ আফ্রিকার হয়ে ফের মাঠে নামার ইচ্ছা রয়েছে আমার, তবে আমি যদি নিজের সেরা ছন্দে থাকি তবেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জার্সি গায়ে মাঠে নামবো।


Udayan Biswas

সম্পর্কিত খবর